সোমবার, ০৬ অক্টোবর ২০২৫, ০৯:৩৮ পূর্বাহ্ন

দৃষ্টি দিন:
সম্মানিত পাঠক, আপনাদের স্বাগত জানাচ্ছি। প্রতিমুহূর্তের সংবাদ জানতে ভিজিট করুন -www.coxsbazarvoice.com, আর নতুন নতুন ভিডিও পেতে সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল Cox's Bazar Voice. ফেসবুক পেজে লাইক দিয়ে শেয়ার করুন এবং কমেন্ট করুন। ধন্যবাদ।

ইরানের ঐতিহাসিক মাজারে হামলা, অস্ত্র ও ২৪০ রাউন্ড গুলিসহ হামলাকারী আটক

আন্তর্জাতিক ডেস্ক:

ইরানের পবিত্র শিরাজ শহরের একটি ঐতিহাসিক মাজারে এক বছরের কম সময়ে দ্বিতীয়বার ভয়াবহ হামলার ঘটনা ঘটেছে। রবিবার শিয়া অধ্যুষিত শাহ চেরাগ মাজারে বন্দুকধারী এলোপাতাড়ি গুলি চালায়। এতে বেশ কয়েকজন হতাহত হন।

ইরানের ইসলামি বিপ্লবী গার্ড বাহিনীর (আইআরজিসি) প্রাদেশিক কমান্ডার ইয়াদুল্লাহ বুয়ালি জানিয়েছেন, রবিবার সন্ধ্যা ৭টায় একজন সন্ত্রাসী শাহ চেরাগ মাজারের দক্ষিণ প্রবেশদ্বার দিয়ে ঢুকে। তার উদ্দেশ্য ছিল মাজারে হামলা চালানো।

হামলাকারী চারজনকে লক্ষ্য করে গুলি চালালে একজন নিহত হন। তখনই তাকে আটক করে ফেলে নিরাপত্তা বাহিনী। তার কাছ থেকে ২৪০টি গুলিসহ ৮টি ম্যাগজিন এবং একটি অ্যাসল্ট রাইফেল জব্দ করা হয়েছে।
একটি ভিডিওতে দেখা গেছে, মাজারের আশপাশের লোকজন আতঙ্কে ছোটাছুটি করছেন। অনেকে তাৎক্ষণিক দোকানপাট বন্ধ করে দেন। জানালায় গুলির আঘাত ও মাটিতে রক্ত দেখা গেছে।

ফারস প্রদেশে অবস্থিত ও শিয়া ধর্মের গুরুত্বপূর্ণ ঐতিহাসিক মাজারটিতে গত বছরের ২৬ অক্টোবরেও একই কায়দায় হামলা হয়। ওই সময় একজন বন্দুকধারী স্বয়ংক্রিয় রাইফেল নিয়ে মাজারে প্রবেশ করে মুসল্লিদের ওপর হামলা চালায়। ওই নৃশংস ঘটনায় ১৩ জন নিহত এবং আরও ৪০জন আহত হন। দায় স্বীকার করে জঙ্গিগোষ্ঠী আইএস। যদিও রবিবারের হামলায় এখন পর্যন্ত দায় স্বীকার করেনি কোন গোষ্ঠী।

সূত্র: আল জাজিরা/ভয়েস/আআ

Please Share This Post in Your Social Media

© All rights reserved © 2023
Developed by : JM IT SOLUTION