রবিবার, ০৫ অক্টোবর ২০২৫, ০২:৫২ পূর্বাহ্ন

দৃষ্টি দিন:
সম্মানিত পাঠক, আপনাদের স্বাগত জানাচ্ছি। প্রতিমুহূর্তের সংবাদ জানতে ভিজিট করুন -www.coxsbazarvoice.com, আর নতুন নতুন ভিডিও পেতে সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল Cox's Bazar Voice. ফেসবুক পেজে লাইক দিয়ে শেয়ার করুন এবং কমেন্ট করুন। ধন্যবাদ।

কখনোই পিএসজিতে যোগ দিতে চাইনি: মেসি

খেলাধুলা ডেস্ক:
চোখের জলে ২০২১ সালে বার্সেলোনা ছেড়েছিলেন লিওনেল মেসি। আর্থিক দুরবস্থার কারণে সেই সময় নিজেদের ইতিহাসের অন্যতম সেরা তারকার সঙ্গে নতুন চুক্তিতে যেতে পারেনি কালাতান দলটি। বাধ্য হয়ে মেসিকে খুঁজে নিতে হয়েছিল নতুন ঠিকানা। আর্জেন্টাইন তারকা তখন পাড়ি জমিয়েছিলেন পিএসজিতে। কিন্তু সেখানে দুই বছরের অধ্যায়টা মোটেও সুখকর ছিল তার জন্য।

এ মৌসুমে ইন্টার মায়ামিতে পাড়ি দেওয়া এই সুপারস্টার অতীতের সেই দিনগুলোতে ফিরে গেলেন। বললেন শৈশবের ক্লাব ছেড়ে পিএসজিতে যোগ দেওয়ার কোনো ইচ্ছেই তার ছিল না।

যুক্তরাষ্ট্রের ক্লাব ইন্টার মায়ামিতে যোগ দেওয়ার পর দারুণ সময় পার করছেন মেসি। এখনও মেজর লিগ সকারে অভিষেক হয়নি তার। তবে মায়ামির হয়ে এরই মধ্যে খেলে ছেলেছেন ৬ ম্যাচ। লিগস কাপে এই ম্যাচগুলোর সব কটিতে গোল করেছেন তিনি (৯টি)। দলকে নিয়ে গেছেন প্রতিযোগিতার ফাইনালে। নিজেদের ইতিহাসে মায়ামি এখন প্রথম কোনো বড় শিরোপার খুব কাছে অবস্থান করছে।

বাংলাদেশ সময় আগামী রবিবার সকালে ন্যাশভিল এসসির বিপক্ষে লিগস কাপের ফাইনালে লড়বে ইন্টার মায়ামি। এ ম্যাচের আগে আনুষ্ঠানিক সংবাদ সম্মেলনে এসেছিলেন মেসি। মায়ামিতে যোগ দেওয়ার পর এটিই তার প্রথম সংবাদ সস্মেলন। যেখানে লিগস কাপের ফাইনাল বাদেও আরও অনেক বিষয়ে কথা বলেছেন মেসি। বলেছেন পিএসজিতে কাটানো কঠিন সময়গুলোর কথা।

মেসি বলেন, ‘আমি বার্সেলোনা ছাড়তে চাইনি। রাতারাতিই সিদ্ধান্তটা নিতে হয়েছিল। আমি বার্সেলোনায় থাকতে চেয়েছিলাম, কিন্তু আমাকে একটি ভিন্ন জায়গায় অভ্যস্ত হতে হয়েছিল। আমি যেমন শহরে থাকতাম তার চেয়ে ভিন্ন এক জায়গায় ছিল সেটা। প্যারিসে (সময়টা) কঠিন ছিল, কিন্তু এখানে (মায়ামি) এবং আমার সঙ্গে যা ঘটছে তা সম্পূর্ণ বিপরীত।’

শুধু মাঠের বাইরে নয়, পিএসজিতে মাঠের সময়টাও খুব একটা ভালো কাটেনি মেসির। নিয়মিতই পিএসজি সমর্থকদের দুয়ো শুনতে হয়েছে। বিশেষ করে কাতার বিশ্বকাপ জয়ের পর তো সেটা বেড়ে গিয়েছিল অনেক। বিদায়ী ম্যাচেও তাকে দুয়ো দিয়েছে প্যারিসের সমর্থকেরা। ক্লাবের সঙ্গে মেসির সম্পর্কও ভালো যাচ্ছিল না। গত মৌসুমের শেষ দিকে তো মেসিকে বহিষ্কারও করেছিল ক্লাবটি।

তবে মায়ামিতে সেই মেসি মাঠ ও মাঠের বাইরে দারুণ সময় পারছেন। বললেন, ‘আমি এখানে খুব সুখী যা প্রথম থেকেই বলছি। আমি এই শহরে আসাকে বেছে নিয়েছি। এটি এমন সিদ্ধান্ত ছিল যা সময় নিয়ে নেওয়া। রাতারাতি এই সিদ্ধান্ত নেইনি। আর এ জন্যই সবকিছু এত সহজ হয়ে গেছে। আমরা এখন এমন জায়গায় আছি, যেখানে আমরা থাকতে চাই এবং এটা আমাদের সিদ্ধান্ত ছিল। তাই সবকিছু সহজ হয়েছে।’

এখন মেসির লক্ষ্য লিগস কাপ জিতে মায়ামিকে প্রথম শিরোপা উপহার দেওয়া।

ভয়েস/আআ

Please Share This Post in Your Social Media

© All rights reserved © 2023
Developed by : JM IT SOLUTION