শনিবার, ০৪ অক্টোবর ২০২৫, ১০:০৮ পূর্বাহ্ন

দৃষ্টি দিন:
সম্মানিত পাঠক, আপনাদের স্বাগত জানাচ্ছি। প্রতিমুহূর্তের সংবাদ জানতে ভিজিট করুন -www.coxsbazarvoice.com, আর নতুন নতুন ভিডিও পেতে সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল Cox's Bazar Voice. ফেসবুক পেজে লাইক দিয়ে শেয়ার করুন এবং কমেন্ট করুন। ধন্যবাদ।

সৃজিত-মিথিলার সংসারে নতুন অতিথি!

বিনোদন ডেস্ক:

ওপার বাংলার জনপ্রিয় নির্মাতা সৃজিত মুখোপাধ্যায়ের সঙ্গে সুখের সংসার পেতেছেন বাংলাদেশের অভিনেত্রী রাফিয়াত রশিদ মিথিলা। মেয়ে আইরাকে নিয়ে সুখী পরিবার তার। এবার তাদের সংসারে এলো নতুন অতিথি! সামাজিক যোগাযোগমাধ্যমে মিথিলা নিজেই জানিয়েছেন খবরটি।

সম্প্রতি ইনস্টাগ্রামে ছোট্ট একটি রিল ভিডিও শেয়ার করেন মিথিলা। সেখানে দেখা যায়, তার সংসারের নতুন সদস্য ইলাকে। শিহ তাজু প্রজাতির ছোট্ট এই পোষ্যের গলায় গোলাপি ঘুঙুর বেঁধে দিয়েছেন। সাদা লোমের মিষ্টি প্রাণীটি গোটা ঘর জুড়ে ঘুরে বেড়াচ্ছে। আইরাও ভালোবেসে কাছে টেনে নিচ্ছে ইলাকে।

ভিডিও পোস্ট করে ক্যাপশনে মিথিলা লিখেছেন, ‘বেবি ইলা আমাদের আনন্দের ঠিকানা।’ মন্তব্যের ঘরে মিষ্টি এই কুকুরছানাকে নতুন পরিবারে স্বাগত জানিয়েছে অভিনেত্রীর ভক্ত-শুভাকাঙ্ক্ষীরা।

গত মাসে ওপার বাংলায় মুক্তি পেয়েছে মিথিলা অভিনীত ‘মায়া’ সিনেমাটি। এতে নাম ভূমিকায় অভিনয় করেছেন তিনি। আগামীতে তাকে দেখা যাবে ‘ও অভাগী’ সিনেমায়। শরৎচন্দ্র চট্টোপাধ্যায়ের বিখ্যাত সৃষ্টি ‘অভাগীর স্বর্গ’ অবলম্বনে ছবিটি নির্মাণ করছেন অনির্বাণ চক্রবর্তী। এতে বিভিন্ন চরিত্রে আছেন সায়ন ঘোষ, সুব্রত দত্ত, দেবযানী চট্টোপাধ্যায়সহ আরও অনেকে।

অন্যদিকে, বর্তমানে ডেঙ্গু জ্বরে আক্রান্ত মিথিলার স্বামী সৃজিত মুখোপাধ্যায়। সোশ্যাল মিডিয়ায় এ নির্মাতা নিজেই জানিয়েছেন বিষয়টি। সম্প্রতি নতুন সিনেমা ‘দশম অবতার’র শুটিং শুরু করেছিলেন সৃজিত। বাংলাদেশি জয়া আহসান বাদেও সিনেমায় আরও অভিনয় করছেন প্রসেনজিৎ চট্টোপাধ্যায়, অনির্বাণ ভট্টাচার্য, যিশু সেনগুপ্তের মতো দাপুটে অভিনেতারা।

ভয়েস/আআ

Please Share This Post in Your Social Media

© All rights reserved © 2023
Developed by : JM IT SOLUTION