শনিবার, ০৪ অক্টোবর ২০২৫, ১০:০৯ পূর্বাহ্ন
বিনোদন ডেস্ক:
অষ্টম সপ্তাহে এসেও দাপিয়ে বেড়াচ্ছে শাকিব খানের ‘প্রিয়তমা’। শুধু দেশে নয়, এমন চিত্র দেশের বাইরেও। ব্যাপক আগ্রহ নিয়ে ছবিটি দেখছে সুদূর অস্ট্রেলিয়া, ইংল্যান্ড এবং আয়ারল্যান্ডের দর্শকরা! দর্শকদের এমন উন্মাদনায় বাড়ছে শো, পরিবেশকরাও বেশ উচ্ছ্বসিত।
১৮ আগস্ট থেকে ইংল্যান্ড ও আয়ারল্যান্ডের ১২টি স্ক্রিনে চলছে ‘প্রিয়তমা’। সেখানকার পরিবেশক রন্টি চৌধুরী বলেন, শাকিব খানের ‘প্রিয়তমা’ সিনেমাটি এখানকার দর্শকদেরকে প্রচুর আকর্ষণ করেছে। লন্ডনের ইলফোর্ড হলে গত শুক্র ও শনিবার শো হাউজফুল যাওয়ার কারণে রবিবার থেকে শো বাড়িয়ে দিয়েছে। এখন দুটি করে শো চলছে। দ্বিতীয় সপ্তাহে অর্থাৎ আগামী শুক্রবার থেকেও লন্ডনের সবগুলো হলে দুটি করে শো চলবে ‘প্রিয়তমা’র।লন্ডন-আয়ারল্যান্ডেও দাপিয়ে বেড়াচ্ছে ‘প্রিয়তমা’, বেড়েছে শো
এছাড়াও গত ৫ আগস্ট থেকে অস্ট্রেলিয়ার ৬টি স্টেটে চলছে প্রিয়তমা। সেখানে ছবিটি চালাচ্ছে ঈগল এন্টারটেইনমেন্ট। সিডনি থেকে এর কর্ণধার সাব্বির চৌধুরী বলেন, শাকিব খানের ‘শিকারী’ এবং ‘আরও ভালোবাসবো তোমায়’ এই দুটি ছবি এর আগে সিডনিতে একটি শো করে চালানো হয়েছিল। সেদিক থেকে ‘প্রিয়তমা’ অস্ট্রেলিয়ার সব স্টেটে খুব ভালো সাড়া ফেলেছে। অনেক দর্শক যারা কখনো বাংলা ছবি দেখেনি তারাও এ ছবি দেখেছে। আসলে বাংলাদেশে ‘প্রিয়তমা’ ব্লকবাস্টার হিট এবং সামাজিক যোগাযোগ মাধ্যমে ব্যাপক হাইপ তৈরি করায় এখানেও খুব ভালো যাচ্ছে। অস্ট্রেলিয়ান বাঙালি কমিউনিটির মধ্যে এখন শাকিব খান নতুন করে জনপ্রিয়তা পেয়েছেন।
এখন পর্যন্ত ঢাকাই সিনেমার ইতিহাসে রেকর্ড পরিমাণ অর্থাৎ ৩৭ কোটি ব্যবসা করেছে শাকিবের ‘প্রিয়তমা’। আরশাদ আদনান প্রযোজিত এ সিনেমাটি পরিচালনা করেছেন হিমেল আশরাফ। ছবিতে শাকিব খানের সঙ্গে জুটি বেঁধেছেন কলকাতার ইধিকা পাল। ছবিতে আরও অভিনয় করেন শহীদুজ্জামান সেলিম, লুৎফর রহমান জর্জ, সহীদ উন নবী, কাজী হায়াৎ, শিবা শানু, ইমতু রাতিশ, এলিনা শাম্মী প্রমুখ।
ভয়েস/আআ