শনিবার, ০৪ অক্টোবর ২০২৫, ১০:৫৮ অপরাহ্ন

দৃষ্টি দিন:
সম্মানিত পাঠক, আপনাদের স্বাগত জানাচ্ছি। প্রতিমুহূর্তের সংবাদ জানতে ভিজিট করুন -www.coxsbazarvoice.com, আর নতুন নতুন ভিডিও পেতে সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল Cox's Bazar Voice. ফেসবুক পেজে লাইক দিয়ে শেয়ার করুন এবং কমেন্ট করুন। ধন্যবাদ।

চ্যাম্পিয়নদের সামনে নতুন চেহারার বাংলাদেশ

খেলাধুলা ডেস্ক:
স্বাগতিক, তার ওপর আবার বর্তমান চ্যাম্পিয়ন। পাল্লেকেলেতে এশিয়া কাপের আজকের ম্যাচে বাংলাদেশের বিপক্ষে তাই শ্রীলঙ্কারই হেসেখেলে এগিয়ে থাকার কথা। কিন্তু লঙ্কানরা সেই স্বস্তিতে নেই, কারণ তাদের পেস বোলিং আক্রমণ যে পুরোটাই চোটের কারণে বিপর্যস্ত। সদ্যসমাপ্ত লঙ্কা প্রিমিয়ার লিগের ব্যাটে-বলে সেরা ওয়ানিন্দু হাসারাঙ্গাও হার মেনেছেন চোটের কাছে। উল্টোদিকে বাংলাদেশ দলেরও নতুন চেহারা, চোটের কারণে ইনিংসের গোড়াপত্তনে তামিম ইকবাল-লিটন দাসের কেউই নেই। সূচনায় তানজিদ হাসান তামিম-নাঈম শেখ জমানার শুরু, ওদিকে দেশ থেকে উড়াল দিয়েছেন এনামুল হক বিজয়ও। শেষ পর্যন্ত কার ভাগ্যে বিশ্বকাপের টিকিট তার ফয়সালা হয়ে যেতে পারে এশিয়া কাপেই।

কাল ম্যাচপূর্ব সংবাদ সম্মেলনে ওয়ানডে অধিনায়কত্বে নতুন করে আসীন সাকিব আল হাসান বলেছেন, সুযোগ আছে দুই দলেরই, ‘আমার মনে হয় দুই দলেরই একই অবস্থা, যারা মাঠে ভালো খেলবে তারাই জিতবে। দুই দলেরই শক্তি, দুর্বলতা একই রকম। দুদলের জন্যই সমান সুযোগ।’ সাকিবের কথাটা যৌক্তিক, কারণ শ্রীলঙ্কার যারা নতুন বলে বল করবেন এবং বাংলাদেশের যে দুই সম্ভাব্য ব্যাটসম্যান তাদের বল সবার আগে খেলবেন, দুই পক্ষই দলের প্রথম পছন্দ নন। দাঁড়িপাল্লার দুদিকেই তাই অভিজ্ঞতার অভাব। বামহাতি ফাস্ট মিডিয়াম পেসার বিনুরা ফার্নান্দো ওয়ানডে খেলেছেন ৪টি, প্রমোদ মাদুশান খেলেছেন ১টি। ১৬ ওয়ানডে খেলা কাসুন রাজিথাই লঙ্কানদের পেস আক্রমণের প্রধান কারণ চোটের কারণে দুষ্মন্ত চামিরা, দিলশান মাদুশানকা ও লাহিরু কুমারা; তিনজনই চোট পেয়ে ছিটকে গেছেন এশিয়া কাপ থেকে।

বাংলাদেশের ইনিংসের গোড়াপত্তনে কোনো শেষ মুহূর্তের চমক না থাকলে অভিষিক্ত তানজিদ হাসান তামিম আর এখন পর্যন্ত ৪ ওয়ানডেতে মাত্র ১০ রান করা নাঈমকেই দেখা যাবে। কোমরের চোটে তামিমের অনুপস্থিতির সঙ্গে যোগ হয়েছে জ্বরের কারণে লিটনের ছিটকে যাওয়া। নতুনদের নিয়ে তাই গোড়ায় গলদের আশঙ্কা থাকছে শ্রীলঙ্কার দ্বিতীয় সারির পেস আক্রমণের বিপক্ষেও। দুই উদ্বোধনী ব্যাটসম্যানকে বাদ দিলে ব্যাটিং লাইনে বাংলাদেশের পরের অধ্যায়টা বেশ সবল। ওয়ানডাউনে খেলা নাজমুল হোসেন শান্ত যদিও আফগানদের বিপক্ষে সাদা বলের দুটো সিরিজেই রানের দেখা পাননি, তবে কিছুদিন আগেই প্রথমবারের মতো বাবা হওয়ার আনন্দে ভাগ্যে বদল আসতেই পারে। তৌহিদ হৃদয় এলপিএলে শ্রীলঙ্কা মাতিয়ে গেছেন দিন কয়েক আগেই। এরপর অভিজ্ঞ দুই ক্রিকেটার, সাকিব আল হাসান আর মুশফিকুর রহিমের ব্যাটের দিকেই ইনিংসটা বড় করতে তাকিয়ে থাকবে বাংলাদেশ। সাতে মাহমুদউল্লাহ কেন নয় এই নিয়ে কম জলঘোলা হয়নি, সেই জায়গাটাতে ক্রমশ অলরাউন্ডার হয়ে ওঠা মেহেদি হাসান মিরাজ নাকি ইমার্জিং এশিয়া কাপে ভালো করা শেখ মেহেদি সেটাও দেখে নেওয়ার। সম্ভাবনা আছে টি-টোয়েন্টি দলে দ্বিতীয় দফায় ফিরে সম্ভাবনা জাগানো শামীম হোসেন পাটোয়ারীরও। এখনো ওয়ানডে অভিষেকের অপেক্ষায় থাকা শামীমকে দলে নেওয়ার পেছনে এটাই সম্ভাব্য কারণ।

পেস আক্রমণের নেতৃত্বে তাসকিন আহমেদ, জিম-আফ্রো টি-টেন আসরে ভালো বোলিং করে এসেছেন। এলপিএলে ডাক পেলেও তাকে ছাড়পত্র দেয়নি বিসিবি। মুস্তাফিজুর রহমানের হাঁটুতে খানিকটা সমস্যা, তিনি না খেললে আরেক বামহাতি পেসার শরীফুল ইসলাম হয়তো ঢুকে যাবেন একাদশে। হাসান মাহমুদ শ্রীলঙ্কা যাওয়ার আগে ডেঙ্গু আক্রান্ত হলেও সেরে উঠেছেন, তিন পেসারে সাজানো একাদশ হলে তার দলে থাকার সম্ভাবনাই বেশি।

এই বোলিং আক্রমণটা যাদের বিপক্ষে বল করবে, সেই শ্রীলঙ্কার ব্যাটিং লাইনআপ কিন্তু বেশ শক্তপোক্ত। প্রায় বছর দুই পর, চলতি বছর ওয়ানডে দলে ফিরেছেন টেস্ট অধিনায়ক দিমুথ করুণারত্নে। এই বছর ১০ ইনিংসে ১টা সেঞ্চুরি আর ৫টা হাফসেঞ্চুরি, স্ট্রাইক রেট ৯০-এর ওপরে। টেস্টে বাংলাদেশকে বেশ ভুগিয়েছেন দিমুথ, ৩টা সেঞ্চুরি আর ৫টা হাফসেঞ্চুরি বাংলাদেশের বিপক্ষে। বছর দুয়েক পর ওয়ানডে দলে ফিরেছেন কুশল জেনিথ পেরেরাও। পাথুম নিসাঙ্কা, চারিথ আসালাঙ্কাদের দিয়ে বেশ লম্বা ব্যাটিং লাইনআপ শ্রীলঙ্কার, অধিনায়ক দাসুন শানাকার ব্যাটিংয়ের হাতটাও বেশ।

বাংলাদেশকে ভোগাতে পারে শ্রীলঙ্কার স্পিন আক্রমণ। যদিও লেগস্পিনার হাসারাঙ্গা নেই, তবুও দুই রহস্য স্পিনার মাথেশ পাথিরানা ও মহেশ থিকশানার ভেলকি সামলানো কঠিন হতে পারে পাল্লেকেলেতে। এই মাঠে লাসিথ মালিঙ্গার ২৪ উইকেট, থিসারা পেরেরার ১৮। দক্ষিণ আফ্রিকা এখানেই শ্রীলঙ্কার বিপক্ষে করেছিল ৭ উইকেটে ৩৬৩ রান, ৩০০ ছাড়ানো দলীয় ইনিংস আছে এক ডজন। তাই বলা যায় এই মাঠে রাজত্ব ব্যাটসম্যানদেরই।

ব্যাটিং স্বর্গে আপাতত শুরু নিয়ে শঙ্কায় বাংলাদেশ। একজন একেবারেই নতুন আর অন্যজন সুযোগ পেয়েও রান করতে ব্যর্থ, এমন দুই ওপেনারকে নিয়েই এশিয়া কাপ শুরু করতে যাচ্ছে বাংলাদেশ। তবুও সাম্প্রতিক সময়ে শ্রীলঙ্কাকে তাদেরই মাটিতে হারিয়ে দেওয়ার সেরা সুযোগ এই ম্যাচটাই, সেই সঙ্গে সুপার ফোরে এক পা দিয়ে রাখারও। সবশেষ আসরে সুপার ফোরে উঠতে না পেরে আসরের বেশিরভাগ সময়েই দর্শক হয়েছিল বাংলাদেশ, এশিয়া কাপে তখন বাংলাদেশের একমাত্র প্রতিনিধি আম্পায়ার মাসুদুর রহমান মুকুল! এবারও তেমনটা না হলেই হয়।

ভয়েস/আআ

Please Share This Post in Your Social Media

© All rights reserved © 2023
Developed by : JM IT SOLUTION