সোমবার, ০৬ অক্টোবর ২০২৫, ০১:০৮ পূর্বাহ্ন
আন্তর্জাতিক ডেস্ক:
ইউক্রেনের পূর্বাঞ্চলের একটি শহরে এক বাজারে রুশ ক্ষেপণাস্ত্র হামলার পর শিশুসহ অন্তত ১৭ জন নিহতের ঘটনা ঘটেছে। হামলায় আরও ৩৩ জন আহত হয়েছে। এ হামলাকে কয়েক মাসের মধ্যে সবচেয়ে ভয়াবহ হামলা বলছেন কর্মকর্তারা।
বৃহস্পতিবার (৭ সেপ্টেম্বর) এক প্রতিবেদনে এই তথ্য জানায় ব্রিটিশ বার্তা সংস্থা বিবিসি নিউজ।
প্রতিবেদনে বলা হয়, স্থানীয় সময় বুধবার দিনের মাঝামাঝি ইউক্রেনের দোনেৎস্ক অঞ্চলের কোস্ত্যন্তিনিভকা শহরের এক ব্যস্ত বাজারে হামলার ঘটনা ঘটে। বাজারের রাস্তায় ঘটা বিস্ফোরণে একজন শিশুসহ অন্তত ১৭ জন নিহত হয়।
ইউক্রেনের পূর্ব দোনেৎস্ক অঞ্চলের কোস্ত্যন্তিনিভকা শহর সামনের সারির কাছাকাছি। সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে পড়া বেশ কিছু ভিডিওতে শহরের একটি রাস্তার শেষ প্রান্তে যেখানে লোকেরা কেনাবেচা করছিল সেখানে বিস্ফোরণ হতে দেখা যায়।
এই হামলার জন্য রাশিয়াকে দোষারোপ করেছেন ইউক্রেনের প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কি। ইউক্রেনের ‘শান্তিপূর্ণ শহর’ কোস্ত্যন্তিনিভকাতে ‘ইচ্ছাকৃত’ হামলার নিন্দা জানিয়ে তিনি বলেন, “নিহত ব্যক্তিদের ‘কোনও ভুল ছিল না’। এ ছাড়া নিহতের সংখ্যা বাড়তে পারে বলেও জানান জেলেনস্কি।
বর্বর এই হামলার জন্য ন্যায্য প্রতিশোধ নেয়া হবে জানিয়ে ইউক্রেনের প্রধানমন্ত্রী ডেনিস শ্যামিহাল টেলিগ্রামে লিখেন, “রাশিয়ান সন্ত্রাসী সেনারা, তাদের ক্ষমা করা হবে না এবং শান্তিতে ছেড়ে দেওয়া হবে না।”
হামলার শিকার ওই বাজারে ফার্মেসি এবং দোকানগুলো সবই ক্ষতিগ্রস্ত হয়েছে। তবে হামলার কারণে লাগা আগুন এখন নিয়ন্ত্রণে রয়েছে।
বুধবার দুপুর ২টার দিকে কোস্ত্যন্তিনিভকা শহরের ব্যস্ত রাস্তায় এই হামলার ঘটনা ঘটে। এর কয়েক ঘণ্টা পর ইউক্রেনের স্বরাষ্ট্রমন্ত্রী ইহোর ক্লাইমেনকো বলেন, অনুসন্ধান ও উদ্ধার অভিযান শেষ হয়েছে।
এই হামলা রাশিয়ার ‘ভয়াবহ নিষ্ঠুরতাকেই’ সামনে এনেছে বলে মন্তব্য করেছেন ইউক্রেনের ফার্স্ট লেডি ওলেনা জেলেনস্কা।
ভয়েস/আআ