রবিবার, ২১ সেপ্টেম্বর ২০২৫, ১১:১৮ পূর্বাহ্ন
ভয়েস নিউজ ডেস্ক:
করোনাভাইরাস পরীক্ষা ও চিকিৎসায় প্রতারণা মামলায় রিজেন্ট হাসপাতাল ও রিজেন্ট গ্রুপের চেয়ারম্যান মোহাম্মদ সাহেদকে গ্রেপ্তার করেছে র্যাব। এক সপ্তাহ ধরে পলাতক ছিলেন তিনি।
বুধবার ভোর সাড়ে ৫টা ১০ মিনিটে সাতক্ষীরার দেবহাটা সীমান্তবর্তী কোমরপুর গ্রামের ইছামতি নদীর তীর থেকে একটি গুলিভর্তি পিস্তলসহ তাকে গ্রেপ্তার করে র্যাব-৬ এর সাতক্ষীরা কোম্পানি।
সাহেদকে গ্রেপ্তারের বিষয়টি নিশ্চিত করেছেন র্যাবের এই ক্যাম্পের নেতৃত্বে থাকা সিনিয়র এএসপি বজলুর রশিদ। তিনি জানান, পিস্তল হাতে বোরকা পরিহিত অবস্থায় পালিয়ে যাওয়ার চেষ্টা করছিলেন সাহেদ।
“সে বোরকা পরে নৌকায় করে চলে যাচ্ছিল। এর আগেই র্যাব তাকে ধরে ফেলে।”
সাহেদকে গ্রেপ্তারের বিষয়টি সংবাদমাধ্যমকে নিশ্চিত করেছেন র্যাবের আইন ও গণমাধ্যম শাখার পরিচালক লেফটেন্যান্ট কর্নেল আশিক বিল্লাহও, “সাহেদ ভারতে পালিয়ে যাওয়ার চেষ্টায় ছিল। আর কিছুক্ষণ দেরি হলে হয়তো তাকে আর পাওয়া যেত না। হেলিকপ্টারে করে তাকে ঢাকায় নিয়ে আসা হচ্ছে।”
হাতকড়া পরা অবস্থায় সাহেদের ছবিতে দেখা যায়, বোরকা পরে রয়েছেন তিনি। শরীরে কাদা-মাটি মাখানো। ছেঁটে ফেলেছেন গোঁফ, মাথার আধা পাকা চুল কলপ লাগিয়ে কালো করে ফেলেছেন।গ্রেপ্তারের পর হেলিকপ্টারে করে সাহেদকে ঢাকায় আনা হচ্ছে।
বিতর্কিত ব্যবসায়ী সাহেদ সাতক্ষীরারই ছেলে। গত ৬ ও ৭ জুলাই উত্তরার রিজেন্ট হাসপাতাল এবং রিজেন্ট গ্রুপের প্রধান দপ্তরে র্যাবের অভিযানের পর থেকে তিনি লাপাত্তা ছিলেন।সাহেদের বিরুদ্ধে প্রতারণার অভিযোগে অনেকগুলো মামলা রয়েছে।
ভয়েস/আআ