শুক্রবার, ২০ সেপ্টেম্বর ২০২৪, ১০:০৯ পূর্বাহ্ন
ভয়েস নিউজ ডেস্ক:
স্বরাষ্ট্রমন্ত্রী মো. আসাদুজ্জামান খান কামাল বলেছেন, বিএনপি আবার সন্ত্রাস করতে চায়, আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী অত্যন্ত দক্ষতার সঙ্গে নির্বাচন কমিশনের অধীনে থেকে বিএনপির সন্ত্রাস কর্মকাণ্ড প্রতিহত করবে।
রবিবার (১৭ সেপ্টেম্বর) ভোলার দুলারহাট থানার নবনির্মিত ভবন উদ্বোধন শেষে সুধী সমাবেশে তিনি এ কথা বলেন।
স্বরাষ্ট্রমন্ত্রী বলেন, বিএনপি নামের রাজনৈতিক দলটি আগুন সন্ত্রাস করেছিল। আর শেখ হাসিনা বার্ন ইনস্টিটিউট করেছেন। নির্বাচন কমিশন তফসিল ঘোষণা করলে আমরা নির্বাচনী প্রস্তুতি নেব, বিএনপি যদি বাধা দেয় তাতে কাজ হবে না।
আসাদুজ্জামান খান বলেন, নির্বাচন এলেই বিএনপি দেশকে সন্ত্রাসের নামে অন্ধকারে নিয়ে যেতে চায়। আর শেখ হাসিনা বার বার দেশকে অন্ধকার থেকে আলোর পথে নিয়ে আসে।
ভোলার পুলিশ সুপার মো. মাহিদুজ্জামানের সভাপতিত্বে বিশেষ অতিথির বক্তব্য রাখেন ভোলা-৪ আসনের সংসদ সদস্য, যুব ও ক্রীড়া মন্ত্রণালয় সম্পর্কিত সংসদীয় স্থায়ী কমিটির সভাপতি আবদুল্লাহ আল ইসলাম জ্যাকব। এছাড়া সম্মানিত অতিথি ছিলেন বরিশাল রেঞ্জ ডিআইজি মো. জামিল হাসান, স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের জননিরাপত্তা বিভাগের যুগ্মসচিব মো. হোসেন, ভোলা জেলা প্রশাসক আরিফুজ্জামানসহ অন্যান্যরা। এর আগে প্রায় ১২ কোটি টাকা ব্যয়ে নব নির্মিত থানা ভবনের ফলক উন্মোচন করে উদ্বোধন করেন স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান।
ভয়েস/আআ