শনিবার, ০৪ অক্টোবর ২০২৫, ১০:০৮ পূর্বাহ্ন
খেলাধুলা ডেস্ক:
ইংল্যান্ড ম্যাচ বাংলাদেশের কিছু সিদ্ধান্ত বুঝে উঠতে পারছেন না ওয়াসিম জাফর। বিশেষ করে, অভিজ্ঞ মাহমুদউল্লাহকে বাদ দেওয়ায় বেশ অবাক হয়েছেন ভারতের সাবেক এই ওপেনার।
আফগানিস্তানের বিপক্ষে প্রথম ম্যাচে খেলেছিলেন মাহমুদউল্লাহ। সেই ম্যাচে ব্যাটিংয়ের সুযোগ আসেনি তার। ম্যাচটিতে ৬ উইকেটের বড় জয় পেয়েছিল বাংলাদেশ। তবে ইংল্যান্ড ম্যাচে কৌশলগত কারণে মাহমুদউল্লাহকে বসিয়ে খেলানো হয়েছে অফ স্পিনার শেখ মেহেদি হাসানকে।
মেহেদি যদিও ম্যাচে ৪ উইকেট পেয়েছেন। কিন্তু ৮ ওভার দিয়ে ৭১ রান খরচ করেছেন তিনি। বাংলাদেশি বোলারদের ওপর তাণ্ডব চালিয়ে ইংল্যান্ড করেছে ৩৬৪ রান। লক্ষ্য তাড়ায় ২২৭ রানে গুটিয়ে ১৩৭ রানের বড় পরাজয় সঙ্গী হয়েছে সাকিব আল হাসানদের।
ধর্মশালার মাঠ ছোট, সঙ্গে ইংল্যান্ডের বেশিরভাগ ব্যাটসম্যানই ডানহাতি, যে কারণে মেহেদিকে দলে নেওয়ায় কারণ খুঁজে পাচ্ছেন না ওয়াসিম। ক্রিকেট ওয়েবসাইট ইএসপিএনক্রিকইনফোতে ম্যাচ–পরবর্তী আলোচনায় এই ক্রিকেট–বিশ্লেষক বলেন, ‘টসের সিদ্ধান্তটা আমি বুঝতে পেরেছি। তারা আগে বোলিং করেই আফগানিস্তানের বিপক্ষে জিতেছিল। উইকেটেও আপনি কিছুটা আর্দ্রতা আশা করতেই পারেন। তবে রিয়াদকে (মাহমুদউল্লাহ) বাদ দেওয়ায় অবাক হয়েছি। কারণ ইংল্যান্ডে ডানহাতি ব্যাটসম্যানই বেশি, মাঠ ছোট। এই সিদ্ধান্তে অবাক হয়েছি।’
ইংল্যান্ড ম্যাচে বাংলাদেশের ব্যাটিং অর্ডার নিয়েও প্রশ্ন তুলেছেন ওয়াসিম। প্রথম ম্যাচে তিন নম্বরে ব্যাট করে ফিফটি পেয়েছিলেন মেহেদী হাসান মিরাজ। নাজমুল হোসেন শান্ত খেলেছিলেন ৪ নম্বরে। দুজনেই পেয়েছিলেন ফিফটি। গতকাল তিন নম্বরে খেলে প্রথম বলে আউট হন শান্ত। মিরাজ ব্যাটিংয়ে আসেন ৫ নম্বরে। শান্তর মতো তিনিও ছিলেন ব্যর্থ।
বাংলাদেশ দলের ব্যাটিং অর্ডারে পরিবর্তনের কারণও অজানা ওয়াসিমের কাছে, ‘মেহেদি যে আগের ম্যাচে ৩ নম্বরে ব্যাট করল, সে ব্যাটিং করল ৫ নম্বরে। জানি না, কারণটা কী? শান্ত (নাজমুল) যদিও তিনেই ব্যাট করত; তবু মেহেদিকে তিনে খেলানোর সিদ্ধান্তটা তো তাদের কাজে লেগেছে। ওপেনিং জুটিও বাংলাদেশের জন্য চিন্তার কারণ হয়ে দাঁড়িয়েছে। অনেক দিন ধরেই এমন হচ্ছে। এই সমস্যার সমাধান করতে হবে।’
আগামী ১৩ অক্টোবর শুক্রবার নিউজিল্যান্ডের মুখোমুখি হবে বাংলাদেশ।
ভয়েস/আআ