রবিবার, ০৫ অক্টোবর ২০২৫, ০৫:১০ পূর্বাহ্ন

দৃষ্টি দিন:
সম্মানিত পাঠক, আপনাদের স্বাগত জানাচ্ছি। প্রতিমুহূর্তের সংবাদ জানতে ভিজিট করুন -www.coxsbazarvoice.com, আর নতুন নতুন ভিডিও পেতে সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল Cox's Bazar Voice. ফেসবুক পেজে লাইক দিয়ে শেয়ার করুন এবং কমেন্ট করুন। ধন্যবাদ।

মিয়ানমারে রোহিঙ্গা নারী ধর্ষন, তিন সেনা সদস্যের বিরুদ্ধে মামলা

In this photograph taken on October 21, 2016, armed Myanmar army soldiers patrol a village in Maungdaw located in Rakhine State as security operation continue following the October 9, 2016 attacks by armed militant Muslim. - The United Nations called for an investigation into claims Myanmar troops have been killing civilians and torching villages in northern Rakhine, as reports emerged thousands of Rohingya had been forced from their homes. (Photo by STR / AFP)

আন্তর্জাতিক ডেস্ক:

মিয়ানমারের তিন সেনা সদস্যদের বিরুদ্ধে গণধর্ষণের মামলা করেছে রাখাইন রাজ্যের এক নারী। রাথেডং টাউনশিপের ওই অধিবাসী সিত্তুই টাউনশিপের থানায় মামলাটি দায়ের করেন।

রাথেডংয়ের উগা গ্রামের ৩৬ বছর বয়সী ওই নারী অভিযোগ করেন যে মিয়ানমারের তিন সেনা বন্দুকের নলের মুখে তাকে গণধর্ষণ করছে। সিত্তুই হাসপাতালে তার ওপর যৌন নির্যাতনের ফরেনসিক পরীক্ষা হয়। পরে তিনি শুক্রবার থানায় মামলাটি করেন।শুক্রবার সন্ধ্যায় ওই নারী সাংবাদিকদের সঙ্গে কথা বলেন। তিনি বলেন, আমি চাই সত্য প্রকাশিত হোক। তাই আমি প্রকাশ্যে গিয়ে থানায় মামলা করেছি, সেখানে সত্য বলেছি।

উগা গ্রামবাসীরা জানান যে মিয়ানমার সেনাবাহিনীর সদস্যরা ২৯ জুন ভোর ৬টার দিকে তাদের গ্রামে প্রবেশ করে। সেনাদের দেখে গ্রাম থেকে পুরুষরা পালিয়ে যায়। কারণ তাদেরকে আরাকান আর্মির সঙ্গে সহযোগিতা করার অজুহাতে আটক করার আশঙ্কা ছিলো।

রাখাইন রাজ্যের জাতিগত ওই স্বাধীনতাকামী গ্রুপটির সঙ্গে মিয়ানমার সেনাবাহিনীর লড়াই চলছে।

এসময় আরো পাঁচ মহিলা ও তিন সন্তানকে নিয়ে অভিযোগকারী নারী বাড়িতে লুকিয়ে ছিলেন। সেদিন রাতে তিন সেনা প্রতিবেশির এক বাড়িতে অবস্থান করে। তখন তারা তাকে জিজ্ঞাসাবাদের জন্য ডেকে নিয়ে যায় এবং বন্দুকের মুখে ধর্ষণ করে।তিন সেনা তাকে ২০,০০০ কিয়াত দিয়ে ঘটনা কাউকে না বলার জন্য হুমকি দেয়।

ভয়েস/আআ

Please Share This Post in Your Social Media

© All rights reserved © 2023
Developed by : JM IT SOLUTION