রবিবার, ০৫ অক্টোবর ২০২৫, ০১:০১ অপরাহ্ন

দৃষ্টি দিন:
সম্মানিত পাঠক, আপনাদের স্বাগত জানাচ্ছি। প্রতিমুহূর্তের সংবাদ জানতে ভিজিট করুন -www.coxsbazarvoice.com, আর নতুন নতুন ভিডিও পেতে সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল Cox's Bazar Voice. ফেসবুক পেজে লাইক দিয়ে শেয়ার করুন এবং কমেন্ট করুন। ধন্যবাদ।

ইসরায়েল সফর বাতিল করলেন এরদোয়ান

আন্তর্জাতিক ডেস্ক:
তুরস্কের প্রেসিডেন্ট রজব তাইয়্যেব এরদোয়ান ইসরায়েল সফর বাতিল করেছেন। বুধবার ইসরায়েল ও ফিলিস্তিনের মধ্যে অবিলম্বে যুদ্ধবিরতির আহ্বান জানিয়ে সফরটি বাতিলের ঘোষণা দেন তিনি। ব্রিটিশ সংবাদমাধ্যম দ্য গার্ডিয়ান এ খবর জানিয়েছে।

আঙ্কারায় ক্ষমতাসীন একে পার্টির পার্লামেন্টারি গ্রুপের এক বৈঠকে তুর্কি প্রেসিডেন্ট বলেছেন, যুদ্ধবিরতির জন্য তুরস্ক রাজনৈতিক, কূটনৈতিক ও সামরিক উপায় অবলম্বন করবে।

তিনি বলেছেন, সংঘাত শুরুর আগে তার ইসরায়েল সফরের পরিকল্পনা ছিল। কিন্তু এখন তা বাতিল করা হয়েছে।

হামাসের বিরুদ্ধে আক্রমণে ইসরায়েলকে সমর্থন করায় পশ্চিমা শক্তিগুলোর সমালোচনা করেছেন এরদোয়ান। তিনি বলেছেন, ইসরায়েলের জন্য পশ্চিমাদের চোখের পানি প্রতারণা।

তিনি আরও বলেছেন, ফিলিস্তিনি সশস্ত্র গোষ্ঠী হামাস কোনও জঙ্গি সংগঠন নয়, এটি একটি মুক্তিকামী গোষ্ঠী মুজাহিদিন। যারা নিজেদের ভূমি ও মানুষকে রক্ষায় লড়াই করছে।

শান্তি আহ্বানের প্রতি কর্ণপাত করা ও গাজায় হামলা বন্ধের জন্য ইসরায়েলকে আহ্বান জানিয়েছেন তুর্কি প্রেসিডেন্ট। ইসরায়েলে হামলা বন্ধেরও আহ্বান জানিয়েছেন তিনি।

এরদোয়ান বলেছেন, ইসরায়েল রাষ্ট্রের সঙ্গে তার কোনও সমস্যা নেই, কিন্তু দেশটির নীতির সঙ্গে বিরোধ রয়েছে। বাইরে থেকে মধ্যপ্রাচ্যে ইসরায়েলকে সমর্থন দিয়ে অঞ্চলটিতে উত্তেজনায় উসকানি দেওয়া বন্ধ করা উচিত। যুদ্ধবিরতি ও দীর্ঘমেয়াদি শান্তির জন্য মুসলিম দেশগুলোর কাজ করা দরকার।

তুরস্কের অনেক ন্যাটো মিত্র হামাসকে জঙ্গি সংগঠন হিসেবে ঘোষণা করেছে। এরদোয়ানের মন্তব্যের সমালোচনা করেছেন ইরানের উপ-প্রধানমন্ত্রী মাত্তেও সালভিনি।

ভয়েস/আআ

Please Share This Post in Your Social Media

© All rights reserved © 2023
Developed by : JM IT SOLUTION