রবিবার, ০৫ অক্টোবর ২০২৫, ০৯:০১ পূর্বাহ্ন
আন্তর্জাতিক ডেস্ক:
অবরুদ্ধ গাজায় মানবিক কারণে ইসরায়েল ও হামাসের মধ্যে যুদ্ধবিরতি চেয়ে উত্থাপিত একটি প্রস্তাব পাস হয়েছে জাতিসংঘ সাধারণ পরিষদে। প্রস্তাবটির পক্ষেই সমর্থন জানিয়েছে বেশির ভাগ দেশ।
মঙ্গলবার সাধারণ পরিষদে প্রস্তাবটি উত্থাপন করে আরব রাষ্ট্রগুলো। এরপরই ভোটাভুটি অনুষ্ঠিত হয়। মানবিক কারণে যুদ্ধবিরতি পক্ষে ভোট দেন ১২০টির প্রতিনিধিরা। ভোটদানে বিরতি ছিল ৪৫টি দেশ। প্রস্তাবের বিপক্ষে ভোট দেয় যুক্তরাষ্ট্র ও ইসরায়েলসহ ১৪টি দেশ।
গত ৭ অক্টোবর থেকে অবরুদ্ধ গাজায় ইসরায়েলের লাগাতার বোমা বর্ষণে ধ্বংসস্তূপে দাঁড়িয়েছে উপত্যকাটি। মানবিক পরিস্থিতি বর্ণনার বাইরে। হামাস-ইসরায়েলি বাহিনীর এই লড়াই বন্ধে জাতিসংঘ নিরাপত্তা পরিষদ ব্যবস্থা না নিতে পারায় এবার প্রস্তাবটি পাশ হলো সাধারণ পরিষদে।
ভোটের আগে জর্ডার পররাষ্ট্রমন্ত্রী আয়মান সাফাদি বলেন, এই প্রস্তাবের বিপক্ষে ভোট দেওয়ার মানে হলো অনর্থক যুদ্ধ ও হত্যাকাণ্ডকে সমর্থনের অনুমোদন দেওয়া।
সূত্র: দ্য গার্ডিয়ান, আল জাজিরা
ভয়েস/আআ