শুক্রবার, ২০ সেপ্টেম্বর ২০২৪, ১০:২৩ পূর্বাহ্ন
ইউসুফ আরমান
আল্লাহ আকবর আল্লাহ আকবর
ফিলিস্তিনের রাজপথ স্লোগানে মুখর
সালাম জানাচ্ছে ইমাম মাহদীর প্রতি
কখন প্রেরিত হবে মুসলমানদের কান্ডারী।
কখন আসবে সু-সংবাদ আল্লাহর তরফ থেকে
তোমার অপেক্ষায় তোমার প্রতীক্ষায় রয়েছি তাকিয়ে
যুগ যুগ ধরে ঈমানের পরীক্ষায় যুদ্ধের ময়দানে
চোখ রাঙিয়ে ইহুদীর মুখোমুখি কথা বলে দাঁড়িয়ে।
ঝরঝরা ফিলিস্তিনিদের বুক ইসরায়েলিদের বুলেটে
রকেট হামলায় নারী-পুরুষ-শিশুর জীবন শেষ নিমিষে
ইসরায়েলি আগ্রাসন ও দখলদারির মুখে স্বপ্ন অধরা
মাতৃভূমির স্বাধীনতার জন্য লড়াই করে যাচ্ছে ফিলিস্তিনিরা।
শিকল বন্দী জীবন ক্রুশবিদ্ধ করতে পারবে না লুট
ঘটনা দূর্ঘটনা মানব সভ্যতা বদলে প্রাকৃতিক দূর্যোগ
পৃথিবীর প্রয়োজনে সব কিছুর পরিবর্তন নতুন বার্তা
বিপ্লবের প্রভাবে বৈশ্বিক জীবন ধারা নব উদ্যমের সূচনা।
ইমাম মাহদী আসবে বিজয়ের বেশে আল কুদসে
ইসরায়েলের পৃষ্ঠপোষক শক্তি পরাজয় বরণে
ক্রোধ অগ্নি প্রজ্বলিত হয়ে মাহদীর বিরুদ্ধে যুদ্ধ ঘোষণা
বিশ্ব ব্যাপি দেখবে মুসলমানদের জান মালের নিরাপত্তা।
মানব জীবনে সত্য-মিথ্যা দ্বন্দ্ব-সংঘাতে বিকাশিত
পৃথিবীতে মজলুমদের আর্তনাদ ও ক্রন্দনে ধ্বনিত
অন্যায় অবিচার বৈষম্য দূর হবে মরুভূমির নিষ্ঠুরতা
উপড়ে ফেলা হবে জালিমদের আগাছা-পরগাছা।