রবিবার, ০৫ অক্টোবর ২০২৫, ০৯:০০ পূর্বাহ্ন

দৃষ্টি দিন:
সম্মানিত পাঠক, আপনাদের স্বাগত জানাচ্ছি। প্রতিমুহূর্তের সংবাদ জানতে ভিজিট করুন -www.coxsbazarvoice.com, আর নতুন নতুন ভিডিও পেতে সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল Cox's Bazar Voice. ফেসবুক পেজে লাইক দিয়ে শেয়ার করুন এবং কমেন্ট করুন। ধন্যবাদ।

গাজায় ইসরায়েলের হামলা: কঠোর অবস্থানে দক্ষিণ আমেরিকার ৩ দেশ

আন্তর্জাতিক ডেস্ক :
ফিলিস্তিনের গাজায় ইসরায়েলের নির্বিচার বোমা হামলার প্রতিবাদে কঠোর অবস্থানে যাওয়ার ঘোষণা দিয়েছে দক্ষিণ আমেরিকার দেশ বলিভিয়া, কলম্বিয়া ও চিলি। এর মধ্যে বলিভিয়া ইসরায়েলের সঙ্গে কূটনৈতিক সম্পর্ক ছিন্ন করার ঘোষণা দিয়েছে।

বুধবার এক প্রতিবেদনে এ তথ্য জানিয়েছে বার্তা সংস্থা রয়টার্স।

প্রতিবেদনে বলা হয়েছে, গাজার মানুষের ওপর ইসরায়েলের নির্বিচার হামলার প্রতিবাদ হিসেবে দেশটির সঙ্গে কূটনৈতিক সম্পর্ক ছিন্ন করেছে বলিভিয়া। একই কারণে দক্ষিণ আমেরিকার আরও দুটি দেশ কলম্বিয়া ও চিলি ইসরায়েল থেকে তাদের রাষ্ট্রদূতদের প্রত্যাহার করার ঘোষণা দিয়েছে।

দক্ষিণ আমেরিকার দেশ তিনটি গাজা উপত্যকায় ইসরায়েলের অবিরাম বোমা হামলা ও ফিলিস্তিনি নাগরিকদের মৃত্যুর নিন্দা জানিয়েছে।

মঙ্গলবার বলিভিয়ার উপপররাষ্ট্রমন্ত্রী ফ্রেডি মামানি এক সংবাদ সম্মেলনে বলেছেন, ‘বলিভিয়া গাজা উপত্যকায় সংঘটিত আগ্রাসী এবং অসমতাপূর্ণ ইসরায়েলি সামরিক হামলা প্রত্যাখ্যান ও নিন্দায় ইসরায়েলি রাষ্ট্রের সাথে কূটনৈতিক সম্পর্ক ছিন্ন করার সিদ্ধান্ত নিয়েছে।’

বলিভিয়া ও চিলি গাজায় অবিলম্বে যুদ্ধবিরতি ও মানবিক সাহায্যে জোরদার করার আহ্বান জানিয়েছে। গাজায় ইসরায়েল আন্তর্জাতিক আইন লঙ্ঘন করছে বলে অভিযোগ করেছে দেশ দুটি।

কলম্বিয়ার প্রেসিডেন্ট গুস্তাভো পেট্রো সামাজিক যোগাযোগমাধ্যমে এক পোস্টে ইসরায়েলের নির্বিচার বোমা হামলাকে ‘ফিলিস্তিনি জনগণের গণহত্যা’ বলে অভিহিত করেছেন।

ইসরায়েলের পররাষ্ট্র মন্ত্রণালয় তিনটি দেশের সিদ্ধান্তের বিষয়ে এখনো কোনো মন্তব্য করেনি।

লাতিন আমেরিকার প্রতিবেশী অন্যান্য দেশ যেমন মেক্সিকো এবং ব্রাজিলও ইতিমধ্যে গাজায় যুদ্ধবিরতির আহ্বান জানিয়েছে।

শুক্রবার ব্রাজিলের প্রেসিডেন্ট লুইজ ইনাসিও লুলা দা সিলভা বলেছেন, ‘আমরা যা দেখতে পাচ্ছি তা হলো ইসরায়েলি প্রধানমন্ত্রীর পাগলামি, যিনি গাজা উপত্যকাকে নিশ্চিহ্ন করতে চান।’

গাজার স্বাস্থ্য মন্ত্রণালয় জানিয়েছে, তিন সপ্তাহের বেশি সময় ধরে চলা ইসরায়েলি হামলায় ৮ হাজার ৫২৫ ফিলিস্তিনি নিহত হয়েছেন। তাদের মধ্যে বেশির ভাগই নারী ও শিশু।

ভয়েস/আআ

Please Share This Post in Your Social Media

© All rights reserved © 2023
Developed by : JM IT SOLUTION