শুক্রবার, ০৩ অক্টোবর ২০২৫, ০৭:২৪ অপরাহ্ন

দৃষ্টি দিন:
সম্মানিত পাঠক, আপনাদের স্বাগত জানাচ্ছি। প্রতিমুহূর্তের সংবাদ জানতে ভিজিট করুন -www.coxsbazarvoice.com, আর নতুন নতুন ভিডিও পেতে সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল Cox's Bazar Voice. ফেসবুক পেজে লাইক দিয়ে শেয়ার করুন এবং কমেন্ট করুন। ধন্যবাদ।

ইমরানের ‘চোখে চোখে’ দীঘি!

বিনোদন ডেস্ক:

মূল লক্ষ্য যদিও সিনেমা, তবু ছোট পর্দা ও গানের কিছু কাজেও দেখা দিচ্ছেন প্রার্থনা ফারদিন দীঘি। এই যেমন এবার তিনি সঙ্গী হলেন সংগীত তারকা ইমরানের। ‘চোখে চোখে’ শিরোনামের একটি গানে তারা যুগলবন্দি হয়ে অভিনয় করলেন। যে গানটি মঙ্গলবার (৭ নভেম্বর) সন্ধ্যায় সিএমভির ইউটিউব চ্যানেলে প্রকাশ হয়েছে।

এই গানের আরও একটি উল্লেখযোগ্য দিক হলো, গানটিতে ইমরানের সঙ্গে কণ্ঠ দিয়েছেন পূজা। তারা একসময় জুটি বেঁধে বেশ কয়েকটি শ্রোতাপ্রিয় গান গেয়েছেন। মাঝে ছিল পাঁচ বছরের বিরতি। সেটাই ঘুচলো নতুন গানের সুবাদে।

গানটি লিখেছেন ভারতের পীযুষ দাস আর তাতে সুর-সংগীতায়োজন করেছেন ইমরান নিজেই। অন্যদিকে ভিডিওতে ইমরান, পূজা ও দীঘি ছাড়াও অভিনয় করেছেন জিলানী। ভিডিও নির্মাণ করেছেন শাহরিয়ার পলক।

ইমরান বলেন, ‘অসম্ভব মিষ্টি কথা ও সুরের একটি গান। তার সঙ্গে ভিডিওটাও চমৎকার হয়েছে। এবারই প্রথম আমি ও পূজা সহশিল্পী হিসেবে দীঘিকে পেয়েছি। সব মিলিয়ে গানটি প্রকাশ করে আমি খুব হ্যাপি। এরজন্য ধন্যবাদ দিতে চাই প্রযোজনা প্রতিষ্ঠান সিএমভি ও এর কর্ণধার পাপ্পু ভাইকে। আশা করছি আমরা সামনেও এমন প্রজেক্ট করবো।’

এদিকে নায়িকা দীঘি বলেন, ‘গানটা খুবই সুন্দর। একবার শুনলে বারবার শুনতে ইচ্ছে করে। ইমরান ভাইয়ের সাথে আমার এটাই প্রথম কাজ। আর প্রথম কাজেই দারুণ অভিজ্ঞতা হলো। আমার খুব ভালো লেগেছে কাজটা করে। আশা করি সবার গানটা খুব ভালো লাগবে।’

এদিকে গানের অন্য শিল্পী পূজা বলেন, ‘ইমরান ভাইয়ের সাথে প্রায় ৫ বছর পর আবার একটা গান করলাম। মনে হলো অনেক দিন পর খুব ভালো একটা কাজ করলাম। আশা করি সবার খুব ভালো লাগবে।’

গানচিত্রটি প্রকাশের পর দারুণ প্রশংসা মিলছে তিন তারকার ভক্তদের পক্ষ থেকে। অনেকেই বলছেন, এমন রোম্যান্টিক গান ও ভিডিও এখন আর সচরাচর দেখা যায় না।

ভয়েস/জেইউ।

Please Share This Post in Your Social Media

© All rights reserved © 2023
Developed by : JM IT SOLUTION