মঙ্গলবার, ০৫ ডিসেম্বর ২০২৩, ০৫:১৬ অপরাহ্ন

দৃষ্টি দিন:
সম্মানিত পাঠক, আপনাদের স্বাগত জানাচ্ছি। প্রতিমুহূর্তের সংবাদ জানতে ভিজিট করুন -www.coxsbazarvoice.com, আর নতুন নতুন ভিডিও পেতে সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল Cox's Bazar Voice. ফেসবুক পেজে লাইক দিয়ে শেয়ার করুন এবং কমেন্ট করুন। ধন্যবাদ।

অস্ট্রেলিয়ার কাছে হারে বিশ্বকাপ শেষ বাংলাদেশের

Australia's Mitchell Marsh plays a shot as Bangladesh's Mushfiqur Rahim (L) watches during the 2023 ICC Men's Cricket World Cup one-day international (ODI) match between Australia and Bangladesh at the Maharashtra Cricket Association Stadium in Pune on November 11, 2023. (Photo by Punit PARANJPE / AFP) / -- IMAGE RESTRICTED TO EDITORIAL USE - STRICTLY NO COMMERCIAL USE --

ভয়েস নিউজ ডেস্ক:

‌‌‌’এটাই বাংলাদেশের সবচেয়ে বাজে বিশ্বকাপ।’ ক্রিকেটাররা আগেই তা স্বীকার করে নিয়েছেন। তবু অস্ট্রেলিয়ার বিপক্ষে কিছু হিসাব-নিকাশ ছিল। ২০২৫ আসরের চ্যাম্পিয়ন্স ট্রফিতে জায়গা পেতে অনেক বড় ব্যবধানে হারে যাবে না। এটাই ছিল টাইগারদের লক্ষ্য।

পুনেতে শনিবার ওই লক্ষ্য নিয়ে নেমে প্রথম ইনিংসে ৮ উইকেটে ৩০৬ রান তোলে বাংলাদেশ। বড় ব্যবধানে না হারার বিষয়টি নিশ্চিত করে ফেলে। জবাব দিতে নেমে অস্ট্রেলিয়া ৪৪.৪ ওভারে ৮ উইকেটের জয় তুলে নিয়েছে।

ওই হারে বাংলাদেশের চ্যাম্পিয়ন্স ট্রফির সমীকরণে তেমন একটা ধাক্কা লাগেনি। রোববার ভারতের বিপক্ষে নেদারল্যান্ডস হারলেই ২০২৫ সালের চ্যাম্পিয়ন্স ট্রফির টিকিট হাতে পাবে বাংলাদেশ।

অস্ট্রেলিয়ার বিপক্ষে ব্যাট হাতে তুলনামূলক ভালো শুরু করে বাংলাদেশ। ওপেনার লিটন ও তানজিদ ৭৬ রানের জুটি দেন। তানজিদ ফিরে যান ৩৪ বলে ছয়টি চারের শটে ৩৬ রান করে। লিটনের ব্যাট থেকেও আসে ৩৬ রান। পরে নাজমুল শান্ত ৪৫ রান যোগ করে আউট হন।

বাংলাদেশ দলের হয়ে সর্বোচ্চ ৭৪ রানের ইনিংস খেলেন তাওহীদ হৃদয়। তিনি ৭৯ বল খেলে পাঁচটি চার ও দুটি ছক্কায় ওই রান করেন। এছাড়া মাহমুদউল্লাহ তিন ছক্কা ও এক চারে ৩২ রান করেন। মুশফিকের ব্যাট থেকে আসে ২১ রান। মেহেদী মিরাজ ২৯ রান করেন।

জবাব দিতে নেমে অজি ওপেনার ট্রাভিস হেড ১০ রান করে আউট হন। ওয়ার্নার ফিফটি করেই ফিরে যান। ৫৩ রান যোগ করেন তিনি। তবে মিশেল মার্শ ছিলেন অনন্য। তিনি ১৩২ বলে ১৭৭ রানের হার না মানা বিধ্বংসী ইনিংস খেলেন। তার ব্যাট থেকে ১৭টি চার ও নয়টি ছক্কার শট আসে। এছাড়া স্টিভ স্মিথ ৬৪ বলে ৬৩ রানের হার না মানা ইনিংস খেলেন। জয় পেলেও অস্ট্রেলিয়া পয়েন্ট টেবিলে তিনে শেষ করল। বাংলাদেশ আছে আটে।

ভয়েস/জেইউ।

Please Share This Post in Your Social Media

© All rights reserved © 2023
Developed by : JM IT SOLUTION