রবিবার, ০৫ অক্টোবর ২০২৫, ০৫:০৮ পূর্বাহ্ন
আন্তর্জাতিক ডেস্ক:
ফিলিস্তিনের গাজা উপত্যকার বৃহত্তম হাসপাতাল আল-শিফাতে স্বাধীনতাকামী সশস্ত্র সংগঠন হামাসের বিরুদ্ধে অভিযান চালাচ্ছে ইসরায়েলি স্থল বাহিনী। এবার আল শিফাতে লুকিয়ে থাকা হামাস যোদ্ধাদের আত্মসমর্পণের আহ্বান জানিয়েছে ইসরায়েল।
বুধবার সামাজিক যোগাযোগমাধ্যম এক্সে এ তথ্য নিশ্চিত করেছে ইসরায়েলের প্রতিরক্ষা বাহিনী (আইডিএফ)।
এক্সের একটি পোস্টে আইডিএফ বলে, “এই হাসপাতালটিকে অব্যাহতভাবে সামরিক প্রয়োজনে ব্যবহার করে আসছিল হামাস। হাসপাতালের অপব্যবহার বন্ধের জন্য হামাসকে বার বার প্রকাশ্যে সতর্ক করা হয়েছে। এটি আন্তর্জাতিক আইনের সুস্পষ্ট লঙ্ঘন এবং হামাসের এই কৌশল হাসপাতালের সুরক্ষিত মর্যাদাকে হুমকির মুখে ফেলেছে।“
এক্স বার্তায় আইডিএফের পক্ষ থেকে আরও বলা হয়, ‘আল শিফা হাসপাতালে লুকিয়ে থাকা সব হামাস যোদ্ধাকে আত্মসমর্পণের আহ্বান জানানো হয়েছে। তাদের আত্মসমর্পণের আহ্বান জানিয়েই অভিযান শুরু হয়েছে।’
আল শিফার নিচে সশস্ত্র সংগঠন হামাসের গোপন কমান্ড সেন্টার রয়েছে এমন অভিযোগ তুলে মঙ্গলবার স্থানীয় সময় রাত ২ টা থেকে হাসপাতালটিতে অভিযান শুরু করেছে ইসরায়েলি স্থলবাহিনীর সদস্যরা।
বিশ্ব স্বাস্থ্য সংস্থার তথ্য অনুযায়ী গাজা উপত্যকার সবচেয়ে বড় এই হাসপাতালটিতে এখনও প্রায় ৭০০ রোগী, ৪০০ হাসপাতালের কর্মী এবং তিন হাজারের মত বেসামরিক নাগরিক রয়েছে যারা ইসরায়েলি বিমান বাহিনীর টানা বোমা বর্ষণে ঘর-বাড়ি হারিয়ে হাসপাতাল কম্পাউন্ডে আশ্রয় নিয়েছেন।
ভয়েস/আআ