মঙ্গলবার, ০৫ ডিসেম্বর ২০২৩, ০৫:১৪ অপরাহ্ন
ভয়েস নিউজ ডেস্ক:
দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনের তফসিল ঘোষণা করেছে নির্বাচন কমিশন। সন্ধ্যা সাতটায় জাতির উদ্দেশ্যে দেয়া ভাষণে দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনের তফসিল ঘোষণা করেন প্রধান নির্বাচন কমিশনার কাজী হাবিবুল আউয়াল।
ঘোষিত তফসিল অনুযায়ী ৭ই জানুয়ারি রোববার ভোট গ্রহণ করা হবে। ৩০ শে নভেম্বর মনোনয়নপত্র জমা দেয়ার শেষ দিন। ১ থেকে ৪ঠা ডিসেম্বর মনোনয়ন বাছাই। ১৭ই ডিসেম্বর মনোনয়নপত্র প্রত্যাহারের শেষ দিন। প্রতীক বরাদ্দ করা হবে ১৮ই ডিসেম্বর। নির্বাচনী প্রচারণা চালানো যাবে ৫ই জানুয়ারি পর্যন্ত।
ভয়েস/জেইউ।