শনিবার, ০৪ অক্টোবর ২০২৫, ০৬:৫৮ অপরাহ্ন

দৃষ্টি দিন:
সম্মানিত পাঠক, আপনাদের স্বাগত জানাচ্ছি। প্রতিমুহূর্তের সংবাদ জানতে ভিজিট করুন -www.coxsbazarvoice.com, আর নতুন নতুন ভিডিও পেতে সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল Cox's Bazar Voice. ফেসবুক পেজে লাইক দিয়ে শেয়ার করুন এবং কমেন্ট করুন। ধন্যবাদ।

ইসরায়েলি আধিপত্য প্রতিষ্ঠার মার্কিন ষড়যন্ত্র নস্যাতের দাবি ইসলামিক জিহাদের

আন্তর্জাতিক ডেস্ক:
অবরুদ্ধ গাজা উপত্যকায় প্রতিরোধ গোষ্ঠীগুলোকে ‘সমূলে উপড়ে ফেলার’ প্রয়াসে ইসরায়েলের নৃশংস যুদ্ধে যুক্তরাষ্ট্র নেতৃত্ব দিচ্ছে বলে দাবি করেছেন ফিলিস্তিনের ইসলামিক জিহাদ আন্দোলনের একজন ঊর্ধ্বতন কর্মকর্তা। তবে প্রতিরোধ গোষ্ঠীগুলো এই অঞ্চলে দখলদার শাসকের নিয়ন্ত্রণ সুরক্ষিত করার ওয়াশিংটনের ষড়যন্ত্র ও পরিকল্পনাকে ভেঙ্গে গুঁড়িয়ে দিয়েছে বলে দাবি করেছেন তিনি। মঙ্গলবার (১৯ ডিসেম্বর) এমন মন্তব্য করেছেন ইসলামিক জিহাদ আন্দোলনের এই কর্মকর্তা। ইরানের রাষ্ট্রীয় গণমাধ্যম প্রেস টিভি এই খবর জানিয়েছে।

ইসলামিক জিহাদ আন্দোলনের ডেপুটি সেক্রেটারি জেনারেল মোহাম্মদ আল-হিন্দি বলেন, ফিলিস্তিনিদের শেষ করে এই অঞ্চলে ইসরায়েলের আধিপত্য প্রতিষ্ঠার লক্ষ্যে যুক্তরাষ্ট্রের নেওয়া সব ব্যবস্থায় ‘বজ্রপাতে’র ন্যায় আঘাত করেছে ‘অপারেশন আল-আকসা স্টর্ম’।

হিন্দি বলেন, প্রতিরোধ গোষ্ঠীগুলোকে ‘নির্মূল’ করতে চায় যুক্তরাষ্ট্র এবং পশ্চিমা দেশগুলো। কেননা, এই অঞ্চলে শুধু ইসরায়েলই তাদের স্বার্থ রক্ষা করে। এসময় তিনি জোর দিয়ে বলেন, প্রতিরোধ গোষ্ঠীগুলো ‘কোনও ভবন বা সরকার নয় যে তাদের ধ্বংস করা যাবে।’

তিনি আরও বলেন, টানা ৭৪ দিন ধরে ইসরায়েলি সেনাবাহিনীর ক্রমাগত হামলা সত্ত্বেও গাজা উপত্যকা এখনও প্রতিরোধ গোষ্ঠীগুলোর নিয়ন্ত্রণে রয়েছে।

যুক্তরাষ্ট্রের দ্বি-রাষ্ট্র সমাধানের প্রস্তাবকে ‘ভিত্তিহীন’ হিসেবে নিন্দা করে ইসলামিক জিহাদ আন্দোলনের এই নেতা বলেন, ফিলিস্তিনের ভবিষ্যত বর্তমান যুদ্ধের ফলাফলের মাধ্যমেই নির্ধারিত হবে।

তিনি পুনর্ব্যক্ত করেন, প্রতিরোধ যোদ্ধারা গাজা উপত্যকায় এবং অধিকৃত পশ্চিম তীরে ফিলিস্তিনিদের সুরক্ষা দেয়। একাধিক জরিপের ফলাফলে দেখা গেছে, ফিলিস্তিনের ৮০ শতাংশ মানুষই ফিলিস্তিনি কর্তৃপক্ষকে ক্ষমতা ছেড়ে যাওয়ার আহ্বান জানিয়েছেন৷

আরব এবং মুসলিম দেশগুলো ‘চলমান এ যুদ্ধে চরম অসহায়ত্ব দেখিয়েছে’ উল্লেখ করে হিন্দি আরও বলেন, ‘মূল যুদ্ধ পরিচালনাকারী পশ্চিমা দেশগুলোর কাছে এই যুদ্ধের চিত্র স্পষ্ট করার চেষ্টার পরিবর্তে’ তা বন্ধ করতে আরও অনেক কিছু করতে পারেন তারা।

ফিলিস্তিনিদের বিরুদ্ধে ইসরায়েলি শাসকের কয়েক দশক ধরে চলা সহিংসতার প্রতিক্রিয়ায় গত ৭ অক্টোবর দখলদারদের বিরুদ্ধে ‘অপারেশন আল-আকসা স্টর্ম’ নামে আকস্মিক হামলা চালায় হামাস। এর জবাবে ওইদিনই গাজায় পাল্টা হামলা শুরু করে ইসরায়েল।

এ হামলা শুরুর পর থেকে গাজায় ইসরায়েলি সেনাবাহিনীর হাতে এখন পর্যন্ত ১৯ হাজার ৪০০ ফিলিস্তিনি নিহত এবং আরও ৫২ হাজারের বেশি আহত হয়েছে।

এই ভূখণ্ডে ‘পূর্ণ অবরোধ’ আরোপ করেছে তেল আবিব। সেখানে বসবাসকারী ২০ লাখের বেশি ফিলিস্তিনিদের জন্য জ্বালানি, বিদ্যুৎ, খাদ্য ও পানি বন্ধ করে দিয়েছে।

ভয়েস/আআ

Please Share This Post in Your Social Media

© All rights reserved © 2023
Developed by : JM IT SOLUTION