শুক্রবার, ০৩ অক্টোবর ২০২৫, ০৮:১৭ অপরাহ্ন

দৃষ্টি দিন:
সম্মানিত পাঠক, আপনাদের স্বাগত জানাচ্ছি। প্রতিমুহূর্তের সংবাদ জানতে ভিজিট করুন -www.coxsbazarvoice.com, আর নতুন নতুন ভিডিও পেতে সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল Cox's Bazar Voice. ফেসবুক পেজে লাইক দিয়ে শেয়ার করুন এবং কমেন্ট করুন। ধন্যবাদ।

মাউন্ট মঙ্গানুইয়ে বৃষ্টির জয়, হলোন‍া ম্যাচ

খেলাধুলা ডেস্ক:

সংক্ষিপ্ত স্কোর: নিউজিল্যান্ড ১১ ওভারে ৭২/২ (ফিলিপস ৯*, মিচেল ১৮*, সেইফার্ট ৪৩, অ্যালেন ২)

বৃষ্টি থামার কোনও লক্ষণ ছিল না। মাউন্ট মঙ্গানুইয়ের বে ওভালে খেলা হলো মাত্র ৬৬ বলের। পাঁচ ওভারে খেলা শেষ করা যায় কি না, সেই সুযোগ খুঁজতে আম্পায়াররা শেষ পর্যন্ত অপেক্ষা করেছিলেন। কিন্তু জয় হলো বৃষ্টির।

তাতে করে বাংলাদেশের সিরিজ জয়ের জন্য অপেক্ষা করতে হবে আগামী রবিবার পর্যন্ত। একই ভেন্যুতে সিরিজের শেষ টি-টোয়েন্টিতে তারা নিউজিল্যান্ডের মুখোমুখি হবে।

৫ বা ১০ ওভারের খেলা হলে বাংলাদেশের লক্ষ্য যা হবে

প্রায় দুই ঘণ্টা ধরে চলছে বৃষ্টি। এখনও খেলা শুরুর লক্ষণ নেই। সাড়ে তিনটা পর্যন্ত অপেক্ষা করা হবে। খেলা যদি শুরু হয়, সেক্ষেত্রে বাংলাদেশের লক্ষ্য ৫ ওভারে দাঁড়াবে ৪৬ রান। আর ১০ ওভারে খেলা হওয়ার সুযোগ থাকলে করতে হবে ৮৫ রান।

বৃষ্টিতে খেলা বন্ধ

১১ ওভার শেষ হওয়ার পর মাউন্ট মঙ্গানুইয়ে নেমেছে বৃষ্টি। ২ উইকেটে ৭২ রান নিউজিল্যান্ডের। ভারী বৃষ্টির কারণে আপাতত খেলা বন্ধ আছে।

মোস্তাফিজের একই ওভারে দুইবার জীবন পেলেন মিচেল

দশম ওভারে মোস্তাফিুজর রহমানের প্রথম বল স্লগ করলেন ড্যারিল মিচেল। ডিপ কভার পয়েন্টের দিকে উড়লো বল। আফিফ হোসেন সামনে ডাইভ দিলেন। কিন্তু বলে হাত লাগাতে পারলেন না অল্পের জন্য। বল তার সামনে পড়েছিল।

একই ওভারের পঞ্চম বলেও জীবন পান মিচেল। পরেরটি লং অনে আরেক ফিল্ডার ক্যাচ মিস করেন। তাতে ১৫ ও ১৬ রানে দুইবার জীবন পেয়েছেন মিচেল।

সেইফার্টকে আক্ষেপে পোড়ালেন তানজিম

ভয়ঙ্কর হয়ে উঠেছিলেন টিম সেইফার্ট। চার-ছয় মেরে রানের গতি বাড়ান। হাফ সেঞ্চুরির পথে হাঁটছিলেন নিউজিল্যান্ড ওপেনার। তবে তানজিম হাসান সাকিব তাকে আক্ষেপে পোড়ালেন। সাত রানের জন্য ফিফটি হলো না তার। ড্যারিল মিচেলের সঙ্গে ৪৯ রানের জুটিতে তিনি একাই করেন ৩৬ রান। অষ্টম ওভারে তানজিমের বল আকাশ ছোঁয়া উঁচুতে ওঠান। বল যখন নিচে, তখন নাজমুল হোসেন শান্ত চমৎকার ক্যাচ ধরলেন মিড অনে দাঁড়িয়ে। ২৩ বলে ৬ চার ও ১ ছয়ে ৪৩ রান করেন সেইফার্ট।

পাওয়ার প্লেতে ৫৪ রান দিলো বাংলাদেশ

হাতখুলে খেলছেন টিম সেইফার্ট। চতুর্থ ওভারে তানজিম হাসান সাকিবকে ২টি চার মারেন নিউজিল্যান্ড ওপেনার। পরের ওভারে শরিফুল ইসলামের বলে একটি ছয় ও চার হাঁকান। মোস্তাফিজুর রহমানকেও ছেড়ে দেননি সেইফার্ট। পঞ্চম ওভারে টানা দুটি চার মারেন। তাতে করে পাওয়ার প্লের শেষ তিন ওভারে ৩৬ রান তুলেছে নিউজিল্যান্ড।

পাওয়ার প্লের প্রথম ৬ ওভারে ৫৪ রান দিয়েছে বাংলাদেশ, পেয়েছে এক উইকেট।

শরিফুলের প্রথম ওভারেই বাংলাদেশের সাফল্য

প্রথম ম্যাচের সেরা খেলোয়াড় শেখ মেহেদী হাসান বোলিংয়ে শুরু করেন। ৯ রান দেন তিনি। দ্বিতীয় ওভারে বল হাতে নেন শরিফুল ইসলাম। তার দ্বিতীয় বলে এক্সট্রা কভারে রিশাদ হোসেনের ক্যাচ হন ফিন অ্যালেন। ৫ বলে ২ রান করে আরেকবার শরিফুলের শিকার হলেন নিউজিল্যান্ড ওপেনার। ৯ রানে ভাঙলো উদ্বোধনী জুটি।

টসে জিতে বোলিংয়ের সিদ্ধান্ত বাংলাদেশের

নিউজিল্যান্ডের মাটিতে প্রথমবার কোনও ফরম্যাটের সিরিজ জয়ের হাতছানি বাংলাদেশের সামনে। শুক্রবার মাউন্ট মঙ্গানুইয়ের বে ওভালে দ্বিতীয় টি-টোয়েন্টিতে টসে জিতে বোলিংয়ে তারা।

নেপিয়ারে ম্যাচ জয়ী ইনিংস খেলা লিটন দাস ইনজুরির কারণে বাদ পড়েছেন। তার জায়গায় ওপেনিংয়ে শামীম হোসেন পাটোয়ারী খেলছেন। এই একটি পরিবর্তন বাংলাদেশ দলে। নিউজিল্যান্ড একই একাদশ নিয়ে মাঠে নামছে।

গত বছর নিউজিল্যান্ডে টেস্ট জিতেছিল বাংলাদেশ। ওটাই ছিল দেশটিতে যে কোনও ফরম্যাটে প্রথম জয়। এবার তারা সাদা বলের ক্রিকেটে টানা দুই ম্যাচ জিতলো। শেষ ওয়ানডেতে ৯ উইকেটে জেতার পর প্রথম টি-টোয়েন্টিতে দারুণ বোলিংয়ে সাফল্য পায় নাজমুল হোসেন শান্তর দল। ওই ম্যাচেও আগে বোলিংয়ের সিদ্ধান্ত নেয় তারা।

বাংলাদেশ একাদশ: রনি তালুকদার (উইকেটকিপার), শামীম হোসেন পাটোয়ারী, নাজমুল হোসেন শান্ত (অধিনায়ক), সৌম্য সরকার, তাওহীদ হৃদয়, আফিফ হোসেন, শেখ মেহেদী হাসান, রিশাদ হোসেন, তানজিম হাসান সাকিব, শরিফুল ইসলাম, মোস্তাফিজুর রহমান।

নিউজিল্যান্ড একাদশ: ফিন অ্যালেন, টিম সেইফার্ট (উইকেটকিপার), ড্যারিল মিচেল, গ্লেন ফিলিপস, মার্ক চাপম্যান, জেমস নিশাম, মিচেল স্যান্টনার (অধিনায়ক), অ্যাডাম মিলনে, টিম সাউদি, ইশ সোধি, বেন সিয়ার্স।

কিউইদের বিপক্ষে সিরিজ জয়ের হাতছানি বাংলাদেশের

নিউজিল্যান্ডের বিপক্ষে তাদের মাটিতে প্রথম টি-টোয়েন্টি ম্যাচ জয়ের সুখস্মৃতি নিয়ে আরও একটি ম্যাচে মাঠে নামছে বাংলাদেশ দল। শুক্রবার সিরিজের দ্বিতীয় ম্যাচটি জিততে পারলে আরও একটি সাফল্যের মুকুট যুক্ত হবে বাংলাদেশের নামের সাথে। শেষ ওয়ানডের পর প্রথম টি-টোয়েন্টি বাংলাদেশ যেমন ক্রিকেট খেলেছে, তাতে করে সেই স্বপ্নটা দেখাই যায়।

নেপিয়ারে অসাধারণ পারফরম্যান্স করে বৃহস্পতিবার মাউন্ট মঙ্গানুইয়ে পৌঁছেছে বাংলাদেশ দল। এদিন অনুশীলন করেনি নাজমুল হোসেন শান্তরা। অনুশীলনের চেয়ে বিশ্রামকেই গুরুত্ব দিয়েছে টিম ম্যানেজমেন্ট। এক দশকের বেশি সময় ধরে নিউজিল্যান্ডে ব্যর্থ হওয়ার বাংলাদেশের প্রথম সাফল্য মাউন্ট মঙ্গানুইয়ে। এখানেই শুক্রবার দ্বিতীয় ম্যাচ খেলতে নামবে বাংলাদেশ দল। ম্যাচটি শুরু হবে দুপুর ১২টা ১০ মিনিটে। নাগরিক টিভি ও গ্রিন টিভি ম্যাচটি সরাসরি সম্প্রচার করবে।

ভয়েস/জেইউ।

Please Share This Post in Your Social Media

© All rights reserved © 2023
Developed by : JM IT SOLUTION