শুক্রবার, ২০ সেপ্টেম্বর ২০২৪, ০৭:০৫ পূর্বাহ্ন

দৃষ্টি দিন:
সম্মানিত পাঠক, আপনাদের স্বাগত জানাচ্ছি। প্রতিমুহূর্তের সংবাদ জানতে ভিজিট করুন -www.coxsbazarvoice.com, আর নতুন নতুন ভিডিও পেতে সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল Cox's Bazar Voice. ফেসবুক পেজে লাইক দিয়ে শেয়ার করুন এবং কমেন্ট করুন। ধন্যবাদ।

আচরণবিধি লঙ্ঘন: চট্টগ্রাম-১৬ আসনে নৌকার প্রার্থী মোস্তাফিজের প্রার্থিতা বাতিল

ভয়েস নিউজ ডেস্ক:

আচরণবিধি লঙ্ঘনের অভিযোগে দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে চট্টগ্রাম-১৬ (বাঁশখালী) আসনের আওয়ামী লীগ মনোনীত নৌকা প্রতীকের প্রার্থী মোস্তাফিজুর রহমান চৌধুরীর প্রার্থিতা বাতিল করেছে ইসি।

রোববার বিকেলে এ সিদ্ধান্তের কথা জানান ইসি সচিবালয়ের সচিব মো. জাহাংগীর আলম।

ইসি সচিব বলেন, আওয়ামী লীগ মনোনীত নৌকা প্রতীকের প্রার্থী মোস্তাফিজুর রহমান চৌধুরী নির্বাচনী আচরণবিধি ও আইনশৃঙ্খলা ভঙ্গ করেছেন। এ কারণে বিকেল তিনটা ৪৫ মিনিটে কমিশন তার প্রার্থিতা বাতিলের সিদ্ধান্ত নেয়। সার্বিক পরিস্থিতি বিবেচনায় নিয়ে তার প্রার্থিতা বাতিল করা হয়। এই প্রার্থীর বিরুদ্ধে নির্বাচনী আচরণবিধি লঙ্ঘনের অভিযোগে একটি মামলাও ছিল।

এই আসনে ভোটগ্রহণ চলবে কি না, এমন প্রশ্নের জবানে জাহাংগীর আলম বলেন, ‘ভোটগ্রহণ চলবে। তিনি ছাড়া আরও প্রতিদ্বন্দ্বী প্রার্থী আছেন।’

এদিকে, পুলিশের এক কর্মকর্তাকে নৌকার প্রার্থী মোস্তাফিজুরের ধমকাচ্ছেন- এমন একটি ভিডিও সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়েছে। ভিডিওতে দেখা যায়, বাঁশখালী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) তোফায়েল আহমেদকে ধমকাচ্ছেন তিনি।

এই আসনে দলের স্বতন্ত্র প্রার্থী হয়েছেন ঈগল প্রতীকের মুজিবুর রহমান ও ট্রাক প্রতীকের আবদুল্লাহ কবির।

ভয়েস/জেইউ।

Please Share This Post in Your Social Media

© All rights reserved © 2023
Developed by : JM IT SOLUTION