শুক্রবার, ০৩ অক্টোবর ২০২৫, ০৬:৩৪ অপরাহ্ন
খেলাধুলা ডেস্ক:
ফুটবলের জনপ্রিয়তা ছড়িয়ে দিতেই স্প্যানিশ সুপার কাপের সেমিফাইনালের আসর বসে সৌদি আরবে। আর এই ম্যাচটি এতোটা উত্তেজনা ছড়াবে তা নিশ্চয় ভাবতে পারেননি খেলা দেখতে আসা ফুটবল সমর্থকেরা। মাদ্রিদ ডার্বির ম্যাচে অবশ্য রোমাঞ্চ থাকে এমনিতেই। তবে দুই হালি গোলের ম্যাচটি যেন পুরোপুরি পয়সা উসুল করলো সৌদির ২৪ হাজার ফুটবল সমর্থকের। রিয়াদের আল আউয়াল পার্ক স্টেডিয়ামে বুধবার রাতে আতলেতিকোর বিপক্ষে সেমিফাইনালে ৫-৩ গোলে জিতেছে রিয়াল মাদ্রিদ।
অতিরিক্ত সময়ে গড়ানো ম্যাচটির আট গোলের চারটিই হয় প্রথমার্ধে। আতলেতিকোর হয়ে মারিও হারমোসো গোলের খাতা খোলেন ম্যাচের ৬ মিনিটেই। গ্রিজমানের কর্নারে সবার ওপরে লাফিয়ে আড়াআড়ি হেডে ঠিকানা খুঁজে নেন হারমোসো। পিছিয়ে পড়ার পর আক্রমণাত্মক ফুটবলে ভীষণ চাপ তৈরি করে রিয়াল। রিয়ালের আন্তোনিও রুদিগার ২০ মিনিটে শোধ করেন সেই গোল। লুকা মদ্রিচের কর্নার থেকে চমৎকার হেডে সমতা ফেরান তিনি।
এরপর এগিয়ে যায় রিয়াল, ২৯ মিনিটে ফারলান্দ মেন্দির গোলে। কারভাহালের ক্রস ডি-বক্সে পেয়ে ঠান্ডা মাথায় তা দূরের পোস্ট দিয়ে জালে পাঠান মেন্দি। পিছিয়ে পড়ার তিন মিনিট পর আন্তোইনে গ্রিয়েজম্যানে হেড ঠেকিয়ে দেন রিয়ালের গোলরক্ষক। তবে আতলেতিকোকে ঠিকই খেলায় ফেরান গ্রিয়েজম্যান। ৩৭ মিনিটে দারুণ এক গোল করেন তিনি। ২-২ গোলের সমতায় বিরতিতে যায় দুই দল।
বিরতির পরও চাপ অব্যাহত রাখে দুই দলই। ৭৮ মিনিটে কেপার ভুলে পিছিয়ে পড়ে রিয়াল। এগিয়ে গিয়ে একটি ক্রস বিপদমুক্ত করতে চেয়েছিলেন গোলরক্ষক। কিন্তু ঠিকমতো পারেননি। হাত ফসকে বল রুদিগারের গায়ে লেগে জড়ায় জালে। ম্যাচের ৫ মিনিট বাকি থাকতে আবার সমতায় ফেরে রিয়াল। দানি কারভাহালের জোরালো শটে পরাস্ত হন আতলেতিকো গোলরক্ষক ওবলাক। ম্যাচ গড়ায় অতিরিক্ত সময়ে।
তবুও আর গোল হচ্ছিলো না। পেনাল্টির দিকে এগোনো ম্যাচে ১১৬ মিনিটে ভাগ্যের ছোঁয়া পায় রিয়াল। হোসেলুর হেড জোরালো না হলেও স্টেফান সাভিচের শরীরে লেগে বল জড়ায় জালে। ইনজুরি টাইমে সমতায় ফিরতে মরিয়া আতলেতিকো কর্নার পেলে গোলরক্ষক ওবলাকও চলে আসেন রিয়ালের ডি-বক্সে। তাতে দারুণ গতিতে প্রতি-আক্রমণে গিয়ে রিয়ালের জয় নিশ্চিত করেন ব্রাহিম দিয়াজ।
চার দলের নতুন আঙ্গিকের এই সুপার কাপে টানা তৃতীয় ও সব মিলিয়ে চতুর্থবার ফাইনালে উঠলো রিয়াল মাদ্রিদ। ২০১৯-২০ মৌসুমে ফাইনাল খেলার পর সেমিফাইনাল থেকে বিদায় নেওয়ার ধারা বজায় রাখলো আতলেতিকো। বৃহস্পতিবার দ্বিতীয় সেমিতে বার্সেলোনা ও ওসাসুনার মধ্যে জয়ী দলের সঙ্গে রবিবারের ফাইনালে মুখোমুখি হবে রিয়াল।
ভয়েস/আআ