শুক্রবার, ০৩ অক্টোবর ২০২৫, ০৪:৪১ অপরাহ্ন

দৃষ্টি দিন:
সম্মানিত পাঠক, আপনাদের স্বাগত জানাচ্ছি। প্রতিমুহূর্তের সংবাদ জানতে ভিজিট করুন -www.coxsbazarvoice.com, আর নতুন নতুন ভিডিও পেতে সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল Cox's Bazar Voice. ফেসবুক পেজে লাইক দিয়ে শেয়ার করুন এবং কমেন্ট করুন। ধন্যবাদ।

জামালের পছন্দ ছিল মেসি, ভোটে জেতাতে পারলেন না সাবিনা

খেলাধুলা ডেস্ক:
জাতীয় দলের অধিনায়কদের ভোটে প্রথম পছন্দের তালিকায় এগিয়ে থাকায় আবারও ফিফা দ্য বেস্ট জিতলেন লিওনেল মেসি। শুধু অধিনায়কই নন, জাতীয় দলগুলোর কোচ, বিভিন্ন দেশের সংবাদমাধ্যমের প্রতিনিধি ও সাধারণ ফুটবল-ভক্তরাও ভোট দিয়েছেন বছরের সেরা খেলোয়াড় নির্বাচনে।

সেরা খেলোয়াড় নির্বাচনে ভোট দিয়েছেন বাংলাদেশ জাতীয় ফুটবল দলের অধিনায়ক জামাল ভূঁইয়া ও কোচ হাভিয়ের কাবরেরাও। জামাল সেরা পুরুষ খেলোয়াড় নির্বাচনে প্রথম স্থানে রেখেছেন মেসিকেই। এরপর হালান্ডকে ভোট দেওয়া জামালের তৃতীয় সেরা খেলোয়াড় ছিলেন সিটি তারকা কেভিন ডি ব্রুইনা।

জামাল মেসিকে সবার ওপরে জায়গা দিলেও বাংলাদেশের স্প্যানিশ কোচ কাবরেরার সেরা তিনেই নেই মেসি। স্প্যানিশ কোচের চোখে ২০২৩ সালে সেরা ফুটবলার হালান্ড। কাবরেরার পরের দুটি ভোটও গেছে প্রিমিয়ার লিগ ও চ্যাম্পিয়নস লিগজয়ী সিটির খেলোয়াড়দের বাক্সে। কাবরেরার দ্বিতীয় সেরা রদ্রি, তৃতীয় সেরা ইকাই গুনদোয়ান।

বাংলাদেশের সংবাদকর্মীদের প্রতিনিধি হিসেবে ভোট দিয়েছেন রায়হান মাহমুদ। তার চোখে হালান্ডই সেরা। মেসিকে তিনি রেখেছেন দুইয়ে। কাবরেরার মতো তাঁর চোখেও তৃতীয় সেরা গুনদোয়ান।

সেরা পুরুষ কোচের নির্বাচনে বাংলাদেশের তিনটি ভোটই পেয়েছেন ম্যানচেস্টার সিটি কোচ গার্দিওলা।

মেয়েদের বিভাগে সেরা খেলোয়াড় নির্বাচনে বাংলাদেশ নারী দলের অধিনায়ক সাবিনা খাতুনের পছন্দের ক্রম ছিলেন হিনাতা মিয়াজাওয়া, স্যাম কার ও অ্যালেক্স গ্রিনউড। তাদের কেউ জায়গা পাননি সেরা তিনে।

নারী দলের কোচ সাইফুল বারীর ভোট পড়েছে সেরা নারী ফুটবলার হওয়ার আইতানা বোনমাতির বাক্সেই। সংবাদমাধ্যমের প্রতিনিধি মুজিবুর রহমানও সেরা খেলোয়াড়ের ভোট দিয়েছেন বোনমাতিকে।

ভয়েস/আআ

Please Share This Post in Your Social Media

© All rights reserved © 2023
Developed by : JM IT SOLUTION