বৃহস্পতিবার, ০৯ অক্টোবর ২০২৫, ০৬:৫৯ অপরাহ্ন
ভয়েস প্রতিবেদক, চকরিয়া:
কক্সবাজার জেলার চকরিয়া থানার সাহারবিল এলাকায় নির্বাচন পরবর্তীতে সহিংসতায় মোহাম্মদ হোসেন নামে এক ব্যক্তি গুলিবিদ্ধ হয়ে মারা যাওয়ার ঘটনায় মূল পরিকল্পনাকারীসহ ১৪ জনকে গ্রেপ্তার করেছে র্যাব। বুধবার (১৭ জানুয়ারি) দিবাগত রাতে রাজধানীর বিভিন্ন এলাকা থেকে তাদের গ্রেপ্তার করে র্যাব-৩ এর একটি দল।
বিষয়টি নিশ্চিত করে র্যাব সদর দপ্তরের লিগ্যাল অ্যান্ড মিডিয়া উইং পরিচালক কমান্ডার খন্দকার আল মঈন বলেন, বৃহস্পতিবার (১৮ জানুয়ারি) দুপুরে রাজধানীর কারওয়ান বাজার র্যাব মিডিয়া সেন্টারে আয়োজিত সংবাদ সম্মেলনে এ ব্যাপারে বিস্তারিত জানানো হবে।
ভয়েস/আআ