শনিবার, ০৪ অক্টোবর ২০২৫, ১০:০৮ পূর্বাহ্ন
আন্তর্জাতিক ডেস্ক:
ফিলিস্তিনিদের জন্য আলাদা রাষ্ট্র গঠনের বিরোধীতা করেছেন ইসরায়েলের প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু। গতকাল বৃহম্পতিবার( ১৮ জানুয়ারি) এক সংবাদ সম্মেলনে নেতানিয়াহু বলেন, ‘তিনি যুক্তরাষ্ট্রকে বলে দিয়েছেন যে, গাজায় যুদ্ধ শেষ হওয়ার পর ফিলিস্তিনিদের জন্য রাষ্ট্র গঠনের যে কূটনৈতিক তৎপরতা শুরু করেছে ওয়াশিংটন তিনি তা নাকচ করে দিয়েছেন।’
এক প্রতিবেদনে নেতানিয়াহুর এই বক্তব্য তুলে ধরেছে সংবাদমাধ্যম বিবিসি। প্রতিবেদনে বলা হয়, গাজায় সম্পূর্ণরুপে বিজয় না আসা পর্যন্ত হামলা চালিয়ে যাবেন বলেও অঙ্গিকার করেন নেতানিয়াহু। এছাড়াও হামাসকে ধ্বংস করা ও ইসরায়েলি বন্দিদের ফিরিয়ে আনতে আরও কয়েক মাস সময় লেগে যাবে বলে জানান তিনি।
দীর্ঘদিন থেকেই দ্বি-রাষ্ট্র সমাধানের বিষয়ে তেল আবিবকে কূটনৈতিক চাপ দিয়ে যাচ্ছে যুক্তরাষ্ট্রসহ ইসরায়েলের মিত্রদেশগুলো। কিন্তু বৃহস্পতিবারের সংবাদ সম্মেলনে নেতানিয়াহু দ্বি-রাষ্ট্র সমাধানের প্রস্তাব নাকচ করে দিয়ে বলেন, ফিলিস্তিনের সকল ভূ-খন্ডের নিরাপত্তা নিশ্চিত করতে হবে ইসরায়েলকে।
নেতানিয়াহু বলেন, ‘ফিলিস্তিনের নিরাপত্তার নিয়ন্ত্রণ থাকবে ইসরায়েলের হাতে। এবং এটা ফিলিস্তিনের জন্য একটি সার্বভৌম রাষ্ট্র গঠনের ধারণার সঙ্গে সাংঘর্ষিক। তাহলে কী করতে হবে? আমি আমাদের মার্কিন বন্ধুদের বলেছি ইসরায়েলের নিরাপত্তার জন্য হুমকি হয় এমন চিন্তা থেকে যেন তারা সরে আসে।’
ইসরায়েলের প্রধানমন্ত্রী নেতানিয়াহু তার দীর্ঘ রাজনৈতিক ক্যারিয়ারে ফিলিস্তিনিদের জন্য আলাদা রাষ্ট্র গঠনের বিরোধীতা করে আসছেন। গত মাসে তিনি বলেছিলেন, দ্বি-রাষ্ট্র সমাধানের বিরোধীতা করতে পেরে তিনি গর্বিত।
এদিকে গাজায় ২০২৩ সালের ৭ অক্টোবর চলমান ইসরায়েলি হামলায় প্রায় ২৫ হাজার ফিলিস্তিনি নিহত হয়েছেন। বাস্তুচ্যুত হয়েছেন ৮৫ শতাংশ মানুষ। যুক্তরাষ্ট্রসহ বিশ্ব সম্প্রদায় ইসরায়েল-ফিলিস্তিন সংকট নিরসনে বার বার দ্বি-রাষ্ট্র সমাধানের কথা বলে আসছে।
ভয়েস/আআ