বৃহস্পতিবার, ০৯ অক্টোবর ২০২৫, ০৭:০২ অপরাহ্ন
প্রকাশিত সংবাদের প্রতিবাদ ও ব্যাখ্যা
দৈনিক কক্সবাজার বাণীতে ১৮ জানুয়ারি ‘শুন্য থেকে কোটিপতি ডজন মামলার আসামি বেকার যুবক নেজাম’ শিরোনামে প্রকাশিত সংবাদের তীব্র প্রতিবাদ ও নিন্দা জানিয়েছেন নেজাম উদ্দীন।
এক প্রতিবাদ লিপিতে তিনি বলেছেন, আমাকে জড়িয়ে যে খবর প্রকাশিত হয়েছে তা সম্পূর্ণ ভুয়া, বানোয়াট ও উদ্দেশ্যপ্রণোদিত। প্রকাশিত সংবাদের সব তথ্য অসত্য ও একই সঙ্গে মানহানিকর। সংবাদে উল্লিখিত এলাকায় অপকর্মের সাথে জড়িত কোনো বাহিনীর অস্তিত্ব নেই। একটি স্বার্থান্বেষী মহলের প্ররোচনায় এ মিথ্যা সংবাদের অবতারণা করা হয়েছে, শুধু আমাকে সামাজিকভাবে হেয়প্রতিপন্ন করার পাশাপাশি আমার ক্ষতি করার জন্য।
জীবন জীবিকা ও পেশাদারিত্বের উদ্ধৃতি দিয়ে প্রকাশিত সংবাদে উল্লেখ্য অভিযোগ সম্পর্কে নেজাম উদ্দিন বলেন, আমি দেশের প্রচলিত আইনমান্যকারী একজন নাগরিক। লাবনী পয়েন্টে আমার ব্যবসা আছে। সেই ব্যবসা পুঁজি করে জীবন জীবিকা নির্বাহ করি। সেখানে অবৈধ পথে আয় করার কোনো প্রশ্নই উঠে না। আমি ঐতিহ্যগতভাবে বিভিন্ন পেশার সাথে যুক্ত আছি। নুনেপানিয়ে দু’টা ভাত খাচ্ছি তা অনেকের সহ্য হচ্ছে না। জাতির বিবেক সাংবাদিক ভাইদের অসত্য তথ্য দিয়ে একটি কুচক্রী মহল আমাকে জড়িয়ে মানহানিকর সংবাদ প্রকাশ করেছে।
আর সামনের সময়ে এরকম সংবাদ পরিবেশন করতে হলে স্থানীয় জনপ্রতিনিধি ও গণ্যমান্য ব্যক্তিদের সাথে কথা বলে সুষ্টু তদন্তের মাধ্যমে তথ্য বহুল সংবাদ পরিবেশন করতে জাতির বিবেক সাংবাদিক ভাইদের প্রতি দাবি জানিয়ে এই মিথ্যা বানোয়াট সংবাদে কাউকে বিভ্রান্ত না হওয়ার অনুরোধ করছি।
প্রতিবাদকারী,
মোঃ নেজাম উদ্দিন
ঝিলংজা ঘোনাপাড়া ৯নং ওয়ার্ড, কক্সবাজার