বৃহস্পতিবার, ০৯ অক্টোবর ২০২৫, ০৩:৪৪ অপরাহ্ন
হাসনাত ফারাবী:
কক্সবাজারে অনুর্ধ্ব-১৯ নারী দলের ত্রিদেশীয় টি-২০ সিরিজ শুরু হচ্ছে কাল বুধবার থেকে। কাল উদ্বোধনী ম্যাচে কক্সবাজার শেখ কামাল আন্তর্জাতিক ক্রিকেট স্টেডিয়ামের একাডেমী মাঠে সকাল ১২ টায় মুখোমুখি হবে বাংলাদেশ নারী অনুর্ধ্ব-১৯ ও শ্রীলংকা নারী অনুর্ধ্ব-১৯ দল। সিরিজের অপর দলটি পাকিস্তান নারী অনুর্ধ্ব-১৯ দল। এই সিরিজে ডবল রাউন্ড পদ্ধতিতে একে অপরের মূখোমুখি হবে। ২ ফেব্রুয়ারি ফাইনাল খেলা অনুষ্ঠিত হবে।
এই সিরিজ উপলক্ষে সুমাইয়া আক্তারকে অধিনায়ক করে নারী অনুর্ধ্ব-১৯ দল ঘোষণা করেছে বিসিবি।
গত ১২ জানুয়ারি থেকে কক্সবাজার শেখ বাংলাদেশ দল কক্সবাজার শেখ কামাল আন্তর্জাতিক ক্রিকেট স্টেডিয়ামে ক্যাম্প শুরু করেছে। এদিকে এই সিরিজ উপলক্ষে আজ মঙ্গলবার বেলা ১টায় কক্সবাজার শেখ কামাল আন্তর্জাতিক কিক্রেট স্টেডিয়ামে ট্রফি উন্মোচনের আয়োজন করা হয়েছে। ট্রফি উন্মোচন শেষে উভয় দলের অধিনায়কনিয়ে মিট দ্যা প্রেসের আয়োজন করা হয়েছে।
বাংলাদেশ দল:
সুমাইয়া আক্তার (অধিনায়ক), রাবেয়া, নিশিতা আক্তার, সুমাইয়া আক্তার সুবর্ণা, ফাহমিদা, আফিয়া অসীমা, উন্নতি আক্তার, আরভিন তানি, মোসাম্মৎ ইভা খাতুন, আশরাফি ইয়াসমিন, হাবিবা ইসলাম, জান্নাতুল মাওয়া, রাবেয়া খাতুন, সুবর্ণা কর্মকার, ফারিয়া আক্তার ও আনিসা আক্তার।
সিরিজের সূচি:
২৪ জানুয়ারি বাংলাদেশ মহিলা অনুর্ধ্ব-১৯ ও শ্রীলংকা মহিলা অনুর্ধ্ব-১৯ (কক্সবাজার শেখ কামাল আন্তর্জাতিক ক্রিকেট স্টেডিয়ামের একাডেমী মাঠ)
২৫ জানুয়ারি পাকিস্তান মহিলা অনুর্ধ্ব-১৯ ও শ্রীলংকা মহিলা অনুর্ধ্ব-১৯ (কক্সবাজার শেখ কামাল আন্তর্জাতিক ক্রিকেট স্টেডিয়াম)
২৭ জানুয়ারি বাংলাদেশ মহিলা অনুর্ধ্ব-১৯ ও পাকিস্তান মহিলা অনুর্ধ্ব- ১৯ (কক্সবাজার শেখ কামাল আন্তর্জাতিক ক্রিকেট স্টেডিয়ামের একাডেমী মাঠ)
২৮ জানুয়ারি বাংলাদেশ মহিলা অনুর্ধ্ব-১৯ ও শ্রীলংকা মহিলা অনুর্ধ্ব-১৯ (কক্সবাজার শেখ কামাল আন্তর্জাতিক ক্রিকেট স্টেডিয়াম)
৩০ জানুয়ারি পাকিস্তান মহিলা অনুর্ধ্ব-১৯ ও শ্রীলংকা মহিলা অনুর্ধ্ব-১৯ (কক্সবাজার শেখ কামাল আন্তর্জাতিক ক্রিকেট স্টেডিয়ামের একাডেমী মাঠ)
৩১ জানুয়ারি বাংলাদেশ মহিলা অনুর্ধ্ব-১৯ ও পাকিস্তান মহিলা অনুর্ধ্ব- ১৯ (কক্সবাজার শেখ কামাল আন্তর্জাতিক ক্রিকেট স্টেডিয়াম)
২ ফেব্রুয়ারি ফাইনাল (কক্সবাজার শেখ কামাল আন্তর্জাতিক ক্রিকেট স্টেডিয়ামের একাডেমী মাঠ)।
ভয়েস/জেইউ।