শুক্রবার, ০৩ অক্টোবর ২০২৫, ১১:২৬ পূর্বাহ্ন
খেলাধুলা ডেস্ক:
৮৩ মিনিটে প্যারাগুয়ের মিডফিল্ডার ডিয়েগো গোমেজে যে দ্বিতীয় গোলটিতে জয় দিয়ে আসর শুরু করল মায়ামি তার অ্যাসিস্টে দেখা যাবে সুয়ারেজের নাম। তবে মাঝমাঠ থেকে টেনে নিয়ে এসে দুই ডিফেন্ডারকে কাটিয়ে সুয়ারেজের পায়ে বলটির যোগান দেন লিওনেল মেসি। সুবিধাজনক অবস্থায় না থাকায় সুয়ারেজ সেটি এগিয়ে দেন গোমেজের উদ্দেশে। বাঁকা শটে সেই বল জালে পাঠান গোমেজ।
এর আগে প্রথমার্ধের ৩৯ মিনিটে রবার্ট টেইলরের গোলে লিড নেয় মায়ামি। সেই গোলের সরাসরি যোগানদাতাও মেসি। তাতে ঘরের মাঠ চেজ স্টেডিয়ামে ওয়েস্টার্ন কনফারেন্সের দল রিয়াল সল্ট লেকের বিপক্ষে ২-০ গোলের জয় দিয়ে মৌসুমের শুভ সূচনা করলেন মেসি ও তার মায়ামি বাহিনী।
ভয়েস/আআ