মঙ্গলবার, ০১ Jul ২০২৫, ০২:৪৮ অপরাহ্ন

দৃষ্টি দিন:
সম্মানিত পাঠক, আপনাদের স্বাগত জানাচ্ছি। প্রতিমুহূর্তের সংবাদ জানতে ভিজিট করুন -www.coxsbazarvoice.com, আর নতুন নতুন ভিডিও পেতে সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল Cox's Bazar Voice. ফেসবুক পেজে লাইক দিয়ে শেয়ার করুন এবং কমেন্ট করুন। ধন্যবাদ।

নাসরের হয়ে ‘ফিফটি’ করা রোনালদো লিখলেন, ‘চলো এগিয়ে যাই’

খেলাধুলা ডেস্ক:
এএফসি চ্যাম্পিয়নস লিগ থেকে তার আল নাসর নিয়েছে বিদায়। সেদিন আবার সহজ সুযোগ মিস করে পর্তুগিজ মহাতারকা হয়েছেন হাস্যরসের শিকার। সবমিলিয়ে আল আহলির বিপক্ষে মাঠে নামার আগে বেশ চাপেই ছিলেন ক্রিশ্চিয়ানো রোনালদো। অবশেষে সেই চাপ কাটিয়ে উঠলেন রোনালদো।

গোল করে জিতিয়েছেন আল নাসরকে। রবার্তো ফিরমিনোর আল আহলির বিপক্ষে সৌদি প্রো লিগের ম্যাচে আল নাসর জিতেছে ১-০ গোলে। ৬৮ মিনিটে পেনাল্টি থেকে ম্যাচের একমাত্র গোলটি করেন রোনালদো। সব প্রতিযোগিতা মিলিয়ে ৫৮ ম্যাচে আল নাসরের হয়ে ৫০ গোল করলেন রোনালদো।

জয়ের পর গোল উদ্‌যাপনের ছবি সামাজিক যোগাযোগমাধ্যমে পোস্ট করেছেন রোনালদো। সেখানে তিনি লিখেছেন, ‘জয়ের ধারায় ফিরেছি। চলো এগিয়ে যাই।’

আল আহলির মাঠ কিং আবদুল্লাহ স্পোর্টস সিটিতে গতকাল বসেছিল তারার মেলা। আল নাসরে রোনালদোর পাশাপাশি ছিলেন সাদিও মানে-ওতাবিওর মতো তারকারা। অন্যদিকে আল আহলির স্কোয়াড সেজেছিল ফিরমিনো-রিয়াদ মাহরেজ-ফ্রাঙ্ক কেসিদের নিয়ে।

তারাবহুল ম্যাচে গোলের দেখা পেতে ৪২ মিনিট অপেক্ষা করতে হয়েছে দর্শকদের। সতীর্থ মানের থ্রু পাস ধরে লেগে থাকা ডিফেন্ডারের ট্যাকল সামলে দারুণ এক গোল করেন ‘সিআর সেভেন’। কিন্তু লম্বা সময় ধরে ভিএআর পরীক্ষা-নিরীক্ষার পর অফসাইডের কারণে বাতিল করা হয় সেই গোল।

দ্বিতীয়ার্ধ অবশ্য প্রথমার্ধের চেয়ে যথেষ্ট আকর্ষণীয় ছিল। দুই দলই এ সময় গোলের চেষ্টায় আক্রমণে যেতে শুরু করে। স্বাগতিকদের হয়ে ম্যাচের ৫৭ মিনিটে গোলও পেয়ে যান ফিরমিনো। কিন্তু তাকেও শেষ পর্যন্ত নিরাশ হতে হয় ভিএআরের কারণে। শেষ পর্যন্ত ৬৮ মিনিটে গোলের উপলক্ষ পান রোনালদো। বক্সের ভেতর আল নাসরের আল নাজেই ফাউলের শিকার হলে পেনাল্টি পায় আল নাসর। স্পট কিকে দারুণ শটে দলকে গোল এনে দেন রোনালদো। এই গোলই শেষ পর্যন্ত জয় এনে দিয়েছে আল নাসরকে।

এ জয়ে প্রো লিগের পয়েন্ট তালিকায় দুই নম্বরে থাকল আল নাসর। ২৪ ম্যাচে ৫৬। এক ম্যাচ কম খেলে শীর্ষে থাকা আল হিলালের পয়েন্ট ৬৫। আর আল নাসরের কাছে হেরে পিছিয়ে পড়া আল আহলি ৪৭ পয়েন্ট নিয়ে আছেন তালিকার তিনে।

ভয়েস/আআ

Please Share This Post in Your Social Media

© All rights reserved © 2023
Developed by : JM IT SOLUTION