সোমবার, ২৯ এপ্রিল ২০২৪, ০৪:৫৭ পূর্বাহ্ন

দৃষ্টি দিন:
সম্মানিত পাঠক, আপনাদের স্বাগত জানাচ্ছি। প্রতিমুহূর্তের সংবাদ জানতে ভিজিট করুন -www.coxsbazarvoice.com, আর নতুন নতুন ভিডিও পেতে সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল Cox's Bazar Voice. ফেসবুক পেজে লাইক দিয়ে শেয়ার করুন এবং কমেন্ট করুন। ধন্যবাদ।
শিরোনাম :
ঈদগাঁও’র পাঁচ ইউপি নির্বাচনের ৪টিতে চেয়ারম্যান হলেন যারা নাইক্ষ‍্যংছড়িতে পুকুর ডুবে এক শিশুর মৃত্যু মুক্তিযোদ্ধা এম. আবদুল হাই’র ১০তম মৃত্যুবার্ষিকী কাল জাতীয় পার্টি কার চাপে নির্বাচনে এসেছে তা পরিস্কার করতে হবে:ওবায়দুল কাদের বান্দরবানে সেনা অভিযানে কুকি চিনের দুই সদস্য নিহত, আগ্নেয়াস্ত্র উদ্ধ‍ার কোরবানী ঈদে পশু আমদানির কোনো পরিকল্পনা নেই:মৎস্য ও প্রাণিসম্পদমন্ত্রী  অর্থনীতি: এপ্রিলে ১৬৮ কোটি ডলার রেমিট্যান্স উখিয়া দেশি-বিদেশি অস্ত্র ও গুলি সহ পাঁচ রোহিঙ্গা সন্ত্রাসী আটক  ঈদগাঁওতে ৫ ইউনিয়নে ভোট গ্রহণ চলছে বহুল প্রতীক্ষিত ঈদগাঁও উপজেলার পাঁচ ইউপির প্রথম নির্বাচন আজ

মানুষ সৃষ্টির উদ্দেশ্য

রমজান মাস, ফাইল ছবি

জামিল আহমদ:
জেনে রাখা ভালো : মানুষ সৃষ্টির উদ্দেশ্য আল্লাহর ইবাদত করা। তবে ইবাদত বা আমল কাউকে দেখানোর জন্য হলে তা মহান আল্লাহর কাছে গ্রহণযোগ্য হবে না। লোকদেখানো ইবাদতে মানুষের জন্য রয়েছে কঠিন শাস্তি এবং ভয়াবহ পরিণতি। লোকদেখানো ইবাদত মানুষকে শিরকের অপরাধের দিকে ধাবিত করে। কেননা লোকদেখানো ইবাদতকারী ছোট শিরকের অপরাধী হিসেবে সাব্যস্ত হয়। এক সময় একাধিক ছোট শিরক বড় শিরকে পরিণত হয়।

কোরআন থেকে : ‘নিশ্চয়ই মুনাফিকরা আল্লাহর সঙ্গে প্রতারণা করতে চায়। অথচ তিনিও তাদের প্রতারণার জবাব দিতে সক্ষম। যখন তারা নামাজে দাঁড়ায়, তখন আলস্যভরে দাঁড়ায়। তারা লোকদের দেখায় যে, তারা নামাজ আদায় করছে, কিন্তু আল্লাহকে তারা কমই স্মরণ করে।’ -সুরা নিসা, আয়াত ১৪২

হাদিস থেকে : কেউ ইবাদত করে আর তার উদ্দেশ্য থাকে মানুষকে দেখানো কিংবা লোকে যাতে বলে, এই ব্যক্তি একজন সৎ মানুষ। এখানে মূলত মানুষের সন্তুষ্টি লাভই মুখ্য থাকে। মহান আল্লাহকে সন্তুষ্ট করার বিষয়টি পাওয়া যায় না। ইবাদতে যখন ইখলাস থাকে না তখনই এমনটি হয়। -লিসানুল আরব : ৮/১৬৬

করব : রিয়ামুক্ত (লোক দেখানো) আমল।

ছাড়ব : লোকদেখানো আমল।

মাসয়ালা : কানের ময়লা বের করার দ্বারা রোজা ভঙ্গ হবে না। -মারাকিল ফালাহ : ৩৪২

ভুল ধারণা : ফরজ গোসল নিয়ে সাহরি খাওয়া যায় না, এটা ভুল ধারণা। তবে শরিয়তের নিয়ম হলো, গোসল ফরজ হওয়ার পর দ্রুত সময়ের মধ্যে গোসল করে ফেলা। কিন্তু তার মানে এই নয় যে, গোসল ফরজ হয়ে গেলে সাহরি খাওয়া যাবে না।

আমল : রিয়া (লোকদেখানো ইবাদত) থেকে বাঁচতে কয়েকটি বিষয়ের প্রতি যত্মশীল হলে অন্তর থেকে সেটার মন্দ প্রভাব দূর হয়ে যাবে। তা হলো, ইখলাসের সঙ্গে একমাত্র আল্লাহর সন্তুষ্টির জন্য ইবাদত করা এবং রিয়ামুক্ত জীবনের জন্য আল্লাহর কাছে দোয়া করা।

সুসংবাদ : ‘রমজান মাসে আসমানের দরজাসমূহ খুলে দেওয়া হয়, জাহান্নামের দরজাসমূহ বন্ধ করে দেওয়া হয় এবং শয়তানকে শৃঙ্খলাবদ্ধ করা হয়।’ -সহিহ বুখারি

উপকারিতা : লম্বা সময় খাবার থেকে বিরত থাকার কারণে পরিপাকতন্ত্র বিশ্রাম পায়, লিভার থেকে এনজাইম নিঃসরণ হয়, যেগুলো শরীরের চর্বি এবং কোলেস্টেরলকে ভেঙে বাইল এসিডে রূপান্তরিত করে। যা হজমশক্তি বৃদ্ধি করে।

দোয়া : ‘আল্লাহুম্মা মুসাররিফাল কুলুবি সাররিফ কুলুবানা আলা ত’আতিকা’। অর্থ : হে (মানুষের) অন্তর পরিবর্তনকারী আল্লাহ! আমাদের অন্তরকে আপনার আনুগত্যের দিকে পরিবর্তন করে দিন। -সহিহ মুসলিম

ভয়েস/আআ

Please Share This Post in Your Social Media

© All rights reserved © 2023
Developed by : JM IT SOLUTION