বুধবার, ০৮ অক্টোবর ২০২৫, ০২:০৫ পূর্বাহ্ন
সাজন বড়ুয়া সাজু:
কক্সবাজারে ১২শ’ অসহায় পরিবারের মাঝে ত্রাণ সামগ্রী বিতরণ করেছে সেনাবাহিনী। আজ পবিত্র রমজান উপলক্ষ্যে রামু ১০ পদাতিক ডিভিশন এই ত্রাণ সামগ্রী বিতরণ করা হয়। আজ সকাল ১০টার দিকে রামু সেনানিবাসে স্থানীয় দুস্থ ও অসহায় পরিবারের মাঝে প্রীতি উপহার হিসেবে খাদ্য সামগ্রী তুলে দেন ব্রিগেডিয়ার জেনারেল এম এ সাদী। এসময় প্রত্যেক পরিবারকে ১০ কেজি চাল, ১ কেজি চিনি, ১ কেজি সয়াবিন তৈল, ১ কেজি ডাল, ২ কেজি আটা, ০.৫ কেজি লবন, ৩ কেজি আলু এবং ২ প্যাকেট সেমাই প্রদান করা হয়। সেনাবাহিনীর নিকট হতে ঈদের আগে উপহার সামগ্রী পেয়ে এলাকার সাধারণ মানুষ আনন্দ প্রকাশ করেন।
ভয়েস/আআ