শুক্রবার, ২০ সেপ্টেম্বর ২০২৪, ০৯:৪৩ পূর্বাহ্ন
প্রেস বিজ্ঞপ্তি:
কক্সবাজার ফটোগ্রাফারস ও সিনেমাটোগ্রাফারস এসোসিয়েশন এর আত্মপ্রকাশ। ৬ এপ্রিল শনিবার সন্ধ্যায় এসোসিয়েশন এর উদ্দ্যোগে আয়োজিত ইফতার মাহফিলে আহবায়ক কমিটি ঘোষনার মধ্য দিয়ে সংগঠনটির আত্মপ্রকাশ হয়। কক্সফ্রেম ফটোগ্রাফি এন্ড ইভেন্ট ম্যানেজমেন্ট এর সিইও আমজাদ পারভেজকে আহবায়ক ও আরোজ’স ফটোগ্রাফির সিইও আরোজ ফারুককে সদস্য সচিব ঘোষনার মাধ্যমে কক্সবাজার ফটোগ্রাফারস ও সিনেমাটোগ্রাফারস এসোসিয়েশন এর আত্মপ্রকাশ হয়। এই সংগঠনে কক্সবাজারের ওয়েডিং ফটোগ্রাফার, ডকুমেন্টারি ফটোগ্রাফার, স্ট্রিট ফটোগ্রাফার, ওয়াইল্ডল লাইফ ফটোগ্রাফার, ফটো সাংবাদিক সহ বিভিন্ন সেক্টরের ফটোগ্রাফার ও সিনেমাটোগ্রাফাররা রয়েছে। এসময় সংগঠনের বিভিন্ন গুরুত্বপূর্ণ বিষয় নিয়ে আলোচনা করেন ফটোগ্রাফার ফাহিম প্রিয়, নাছির নুর, শান্তনুর, আয়াসুল শিফাত, হামিদ, সাইদুল সাকিব, সেরাম, সাদ্দাম, শিমুল, আরতন, তানভির, মাহিদুল ও কাইসার।
ভয়েস/আআ