মঙ্গলবার, ০৭ অক্টোবর ২০২৫, ১০:০৯ পূর্বাহ্ন
ভয়েস প্রতিবেদক:
কক্সবাজার সদর উপজেলা পরিষদের নির্বাচনে ৮২ টি ভোট কেন্দ্রের প্রাথমিক ফলাফলে মহিলা ভাইস চেয়ারম্যান পদে রোমেনা আক্তার বেসরকারিভাবে চেয়ারম্যান নির্বাচিত হয়েছেন। তিনি অপর মহিলা ভাইস চেয়ারম্যান পদপ্রার্থী চম্পা উদ্দিনকে পরাজিত করেছেন।
বুধবার (৮ মে) কক্সবাজার সদর উপজেলা পরিষদের নির্বাচনে ইভিএম পদ্ধতিতে সকাল ৮ টা থেকে বিকেল ৪ টা পর্যন্ত ভোট গ্রহণ হয়। কক্সবাজার সদর উপজেলা পরিষদের নির্বাচনে ৮২ টি ভোট কেন্দ্রে মোট ২ লক্ষ ২২ হাজার ৯৯৬ জন ভোটার রয়েছে। এরমধ্যে পুরুষ ভোটার ১ লক্ষ ১৯ হাজার ২৯৪ জন। মহিলা ভোটার ১ লক্ষ ৩ হাজার ৭০২ জন।
প্রসঙ্গত, কক্সবাজার সদর উপজেলা পরিষদ নির্বাচনে পরিষদের বর্তমান পুরুষ ভাইস চেয়ারম্যান রশিদ মিয়া এবার বিনা প্রতিদ্বন্দ্বিতায় পুরুষ ভাইস চেয়ারম্যান নির্বাচিত হয়েছেন।
ভয়েস/জেইউ।