বৃহস্পতিবার, ০৬ নভেম্বর ২০২৫, ১০:৫০ অপরাহ্ন

দৃষ্টি দিন:
সম্মানিত পাঠক, আপনাদের স্বাগত জানাচ্ছি। প্রতিমুহূর্তের সংবাদ জানতে ভিজিট করুন -www.coxsbazarvoice.com, আর নতুন নতুন ভিডিও পেতে সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল Cox's Bazar Voice. ফেসবুক পেজে লাইক দিয়ে শেয়ার করুন এবং কমেন্ট করুন। ধন্যবাদ।
শিরোনাম :
চকরিয়ায় মহাসড়কে বাস-মাইক্রোবাস সংঘর্ষে নারী-শিশুসহ নিহত-৫ ১০৭ রোহিঙ্গাকে ক্যাম্পে ফেরত পাঠাল বিজিবি গণভোট জাতীয় নির্বাচনের আগে অপ্রয়োজনীয় ও অযৌক্তিক: মির্জা ফখরুল জুলাই সনদের আইনি ভিত্তি ও নভেম্বরে গণভোট দাবিতে ইসির সামনে জামায়াতসহ ৮ দল সাগর পথে মালয়েশিয়া পাচারকালে নারী-শিশুসহ ২৬ রোহিঙ্গা উদ্ধার নির্বাচনের প্রস্তুতি নিয়ে উচ্চপর্যায়ের বৈঠক প্রধান উপদেষ্টার টেকনাফে ট্রলারসহ ৭ জেলেকে ধরে নিয়ে গেছে আরকান আর্মি ভুয়া জুলাইযোদ্ধাদের তালিকা প্রকাশ করল সরকার সোনাদিয়ায় সংরক্ষিত বনাঞ্চল ধ্বংসের ঘটনায় মামলা দায়ের কোনো কারণে জাতীয় নির্বাচন ‘সঠিক সময়ে না হলেও’ আগে গণভোট চায় জামায়াত

ক্ষোভে ফেটে পড়ছেন শোয়েবরা, বলছেন ‘সারা পাকিস্তান মর্মাহত’

খেলাধুলা ডেস্ক:
একটা সময় বল প্রতি জয়ের রানের লক্ষ‌্যমাত্রা কম ছিল। সম্প্রচারকারী চ্যানেলে দেখানো হচ্ছিল ভারতের জয়ের সম্ভাবনা ৮ শতাংশ এবং পাকিস্তানের ৯২ শতাংশ। কিন্তু শেষ পর্যন্ত জেতা ম‌্যাচ মাঠেই ফেলে এল পাকিস্তান। টি-টোয়েন্টি বিশ্বকাপে পরিসংখ‌্যান দাঁড়াল ভারতের পক্ষে ৭-১।

নিউইয়র্কে কাল ভারতের কাছে ৬ রানে হেরে গ্রুপ পর্বেই বিশ্বকাপ যাত্রার শেষ দেখছে পাকিস্তান। এই হারে শুধু দেশটির আমজনতা নয়, ক্ষোভে ফেটে পড়েছেন প্রাক্তন ক্রিকেটাররাও। ম‌্যাচের পরে চোখের জল ফেলতে দেখা যায় নাসিম শাহকে। বল হাতে তিনি তিন উইকেট তুলে নিয়েছিলেন। এই একটা ছবিই যেন স্পষ্ট করে দিল সারা পাকিস্তানের হতাশার চিত্রটা।

রাওয়ালপিন্ডি এক্সপ্রেস খ্যাত সাবেক পেসার শোয়েব আখতার সামাজিক মাধ্যমে বলেন, ‘ম্যাচ দেখে হতাশ ও দুঃখিত। সারা দেশ মর্মাহত। দেশের জার্সি পরে নামা মানে দেশকে গর্বিত করার সুযোগ পাওয়া। এই সুযোগ হেলায় হারাল পাকিস্তান।’

আরও বলেন, ‘জয়ের জন্য নিজের সেরাটা উজাড় করে দিতে হয়। আমার মনে হয় পাকিস্তান জেতার যোগ্য দলই নয়।’

আরেক প্রাক্তন তারকা ওয়াকার ইউনিসও রীতিমতো ক্ষুব্ধ। তবে তিনি মুক্তকন্ঠে প্রশংসা করেছেন যশপ্রীত বুমরার। বলেন, ‘বুমরা সত্যিকারের কিংবদন্তি। গত বছর ৫০ ওভারের বিশ্বকাপে আমদাবাদের মাটিতে ও একই জায়গায় নিখুঁত বল রেখেছিল। মাঠ পাল্টে গেলেও ওর সেই অভ‌্যাস পাল্টায়নি। এখানেও নিখুঁত লাইন লেংথে বল রেখে হারিয়ে দিল।’

পাক অধিনায়ক বাবর আজ়ম হারের জন‌্য দায়ী করছেন ব্যাটসম‌্যানদের অতিরিক্ত ডট বল (যে বলে রান হয় না) খেলাকে। তিনি বলেছেন, ‘আমরা বোলিং ভাল করেছি। ব‌্যাটিংয়ের সময় নিয়মিত ব‌্যবধানে উইকেট হারিয়েছি এবং অতিরিক্ত ডট বল খেলেছি। নিজেদের সেরা খেলাটা খেলতে পারিনি।’

তাদের রণনীতি কী ছিল? বাবরের কথায়, ‘আমরা আমাদের স্বাভাবিক খেলা খেলতে চেয়েছিলাম। স্ট্রাইক পরিবর্তন করা এবং মাঝে মাঝে বাউন্ডারি তুলে নেওয়া। কিন্তু মাঝের ওভারগুলিতে সেই স্বাভাবিক খেলা খেলতে পারিনি। অতিরিক্ত ডট বল খেলেছি। প্রথম ছয় ওভারে পাওয়ার-প্লেতেও যথেষ্ট রান তুলে পারিনি।’

ড্রপ-ইন পিচে বল পড়ে ঠিক মতো ব‌্যাটে আসছিল না। যার ফল ভুগতে হয়েছে ব‌্যাটসম‌্যানদের। একমাত্র মোহাম্মদ রিজওয়ান ছাড়া কোনও ব‌্যাটসম‌্যান ২০ রানের গন্ডি পার করেননি। বাবরের কথায়, ‘পিচ ভালই ছিল। কয়েকটি বল পড়ে মন্থর গতিতে আসছিল।’

পাকিস্তানের গ্রুপ পর্বে বাকি আর দু’টি ম‌্যাচ। প্রতিপক্ষ কানাডা এবং আয়ারল‌্যান্ড। সেই দু’টি ম‌্যাচে বড় ব‌্যবধানে জিততে হবে। সেই সঙ্গে আমেরিকাকেও আয়ারল‌্যান্ড এবং ভারতের বিরুদ্ধে বাকি দু’টি ম‌্যাচে হারতে হবে। ফলে অঙ্কের বিচারে এখনও আশা বেঁচে বাবরদের। কিন্তু পথ যে অনেকটাই কঠিন তা বলাই বাহুল‌্য।

ভয়েস/আআ

Please Share This Post in Your Social Media

© All rights reserved © 2023
Developed by : JM IT SOLUTION