শুক্রবার, ২০ সেপ্টেম্বর ২০২৪, ০৮:৫২ পূর্বাহ্ন

দৃষ্টি দিন:
সম্মানিত পাঠক, আপনাদের স্বাগত জানাচ্ছি। প্রতিমুহূর্তের সংবাদ জানতে ভিজিট করুন -www.coxsbazarvoice.com, আর নতুন নতুন ভিডিও পেতে সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল Cox's Bazar Voice. ফেসবুক পেজে লাইক দিয়ে শেয়ার করুন এবং কমেন্ট করুন। ধন্যবাদ।

রামু উপজেলায় মৎস্য সপ্তাহ উদযাপন

প্রেস বিজ্ঞপ্তি:

“ভরবো মাছে মোদের দেশ, গড়বো স্মার্ট বাংলাদেশ” স্লোগানকে সামনে রেখে পিকেএসএফ (পল্লী কর্ম-সহায়ক ফাউন্ডেশন) এর সমন্বিত কৃষি ইউনিট (মৎস্য খাত) অর্থায়নে এবং আইডিএফ (ইন্টিগ্রেটেড ডেভেলপমেন্ট ফাউন্ডেশন) বাস্তবায়নে কক্সবাজার জেলাধীন রামু উপজেলা মৎস্য দপ্তর আয়োজনে জাতীয় মৎস্য সপ্তাহ-২০২৪ অনুষ্ঠিত হয়।

বুধবার (৩১ জুলাই) সকালে উপজেলা পরিষদ হলরুমে উপজেলা প্রশাসন এবং উপজেলা মৎস্য দপ্তর আয়োজনে অনুষ্ঠিত আলোচনা সভায় সভাপতিত্ব করেন উপজেলা নিবার্হী কর্মকর্তা মো: রাশেদুল ইসলাম। প্রধান অতিথির বক্তব্য রাখেন উপজেলা ভাইস চেয়ারম্যান সিরাজুল ইসলাম ভুট্টো। বিশেষ অতিথির বক্তব্য রাখেন উপজেলা মহিলা ভাইস চেয়ারম্যান মুসরাত জাহান মুন্নী । অন্যান্যদের মধ্যে বক্তব্য রাখেন এনজিও প্রতিনিধি আইডিএফ এর মৎস্য কর্মকর্তা মুহাম্মদ হাসান এবং সুফলভোগীরা। স্বাগত বক্তব্য রাখেন উপজেলা মৎস্য কর্মকর্তা মো. তানভীর আহমেদ এবং অনুষ্ঠান সঞ্চালনায় ছিলেন সামুদ্রিক মৎস্য কর্মকর্তা মো: ফারুক হোসেন। অনুষ্ঠান শেষে দুইজন সফল মৎস‌্য চাষীদের মাঝে সম্মাননা ক্রেস্ট বিতরণ করা হয়। আলোচনা শেষে বণাঢ্য র‌্যালীর মাধ্যমে উপজেলা পুকুরে বি‌ভিন্ন প্রজাতির দেশীয় পোনা অবমুক্ত করা হয়।

ভয়েস/আআ

Please Share This Post in Your Social Media

© All rights reserved © 2023
Developed by : JM IT SOLUTION