শনিবার, ১২ অক্টোবর ২০২৪, ০৩:০৩ অপরাহ্ন
খেলাধুলা ডেস্ক:
টুর্নামেন্ট শুরুর আগেই ডোয়াইন ব্রাভো ঘোষণা দিয়েছিলেন, সিপিএলে এবারই শেষ। কুচকির চোটের কারণে সিপিএল আসর শেষের আগেই থামতে হলো অভিজ্ঞ এই অলরাউন্ডারকে।
ত্রিনিদাদে মঙ্গলবার ত্রিনবাগো নাইট রাইডার্সের হয়ে সেন্ট লুসিয়া কিংসের বিপক্ষে ম্যাচের সপ্তম ওভারে ডু প্লেসির ক্যাচ নিতে গিয়ে চোট পান ব্রাভো। ম্যাচে বোলিং করতে পারেননি, পরে ১১ নম্বরে ব্যাটিংয়ে নেমে দুই বল খেলে মাঠের বাইরে যেতে বাধ্য হন ৪০ বছর বয়সী ব্রাভো।
মাঠ ছাড়ার সময় ব্রাভোর অশ্রুসিক্ত চোখই বলে দিচ্ছিলো সিপিএলে শেষ ম্যাচটা খেলে ফেলেছেন তিনি।
সর্বোচ্চ পাঁচবার সিপিএল জয়ের স্বাদ পেয়েছেন ব্রাভো। ত্রিনবাগোর হয়েই জিতেছেন তিনবার। অধিনায়ক হিসেবে চারবার সিপিএল জয়ের রেকর্ডও তার। ১০৭ ম্যাচে ১২৯ উইকেট নিয়ে সিপিএলের সর্বোচ্চ উইকেট শিকারি ব্রাভো। ব্যাট হাতে করেছেন ১ হাজার ১৫৫ রান। ১০০ উইকেট ও ১ হাজার রানের ‘ডাবল’ সিপিএলে এখনও পর্যন্ত নেই আর কারও।
লেভার সপ্তম গোলে বার্সার সাতে ৭লেভার সপ্তম গোলে বার্সার সাতে ৭
তাই ব্রাভোর গাওয়া ‘চ্যাম্পিয়ন’ গানের মতোই বলতে হয় সিপিএলেও তিনি চ্যাম্পিয়ন।
ম্যাচ শেষে আবেগময় বার্তায় ব্রাভোকে বিদায় জানান ত্রিনবাগো অধিনায়ক কাইরন পোলার্ড। ‘সে চোট পাওয়ার পরই এটিকে বেশ গুরুতর মনে হয়েছে। দলের পক্ষ থেকে আমরা তার প্রতি কৃতজ্ঞতা জানাতে চাই ত্রিনিদাদ অ্যান্ড টোবাগোর জন্য সে যা করেছে, আরও বৃহত্তরভাবে গোটা বিশ্বের জন্য ও ক্রিকেট খেলাটির জন্য। জাদুকরী এক ব্যক্তিত্ব সে এবং সবসময়ই ছিল সবার জন্য প্রেরণাদায়ী। তাকে স্রেফ বলতে চাই ‘ধন্যবাদ’।’
ভয়েস/আআ