শনিবার, ১২ অক্টোবর ২০২৪, ০৩:৫০ অপরাহ্ন
বিনোদন ডেস্ক:
তারকা দম্পতি শাকিব খান ও অপু বিশ্বাসের পুত্র আব্রাম খান জয়। যুক্তরাষ্ট্র থেকে দেশে ফিরেই পুত্রের জন্মদিনে কেক কাটেন শাকিব খান।
দীর্ঘ দুই মাস যুক্তরাষ্ট্রে থাকার পর গত বৃহস্পতিবার ঢাকায় এসেছেন শাকিব খান। শুক্রবার বিকালে ফেসবুকে জয়ের ছবি পোস্ট করে শাকিব খান লেখেন, ‘জন্মদিনের শুভেচ্ছা আব্রাম। মনে রেখ, তোমার যেকোনো প্রয়োজনে সবসময় তোমার পাশে আছি। ভালোবাসি বাবা।’
পরের দিন বাবা-ছেলেকে একসঙ্গে যায়। সেই নতুন লুকে জয়ের সঙ্গে খুনসুটিতে মেতে উঠেন শাকিব। তারপর কেক কাটেন তারা। এসব দৃশ্য অপু বিশ্বাসের কল্যাণে প্রকাশ্যে আসে। কারণ সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকে বেশ কয়েকটি ছবি প্রকাশ করেছেন চিত্রনায়িকা অপু বিশ্বাস।
রাজধানীর গুলশানে শাকিবের বাসায় জয়ের জন্মদিনের কেক কাটার আয়োজন করেন শাকিব। সেখানেই বাবা-ছেলের এসব মুহূর্ত ক্যামেরাবন্দি করেন অপু। সেই সঙ্গে ছবি শেয়ার করে অপু লেখেন, ‘যখন বাবা এবং ছেলে একসাথে হয়, কেক আরো মিষ্টি লাগে।’
এর আগে জয়ের জন্মদিনে বড় ভাইকে শুভেচ্ছা জানায় শাকিব খানের আরেক পুত্র শেহজাদ খান বীর। বুবলীর ফেসবুক পেজ থেকে বীরের একটি ভিডিও পোস্ট করা হয়। সেখানে শেহজাদ খান বীরকে বলতে শোনা যায়, ‘হ্যাপি বার্থ ডে জয় ভাইয়া। আই লাভ ইউ সো মাচ।’
ভয়েস/আআ