সোমবার, ০৪ নভেম্বর ২০২৪, ০২:৩৯ অপরাহ্ন

দৃষ্টি দিন:
সম্মানিত পাঠক, আপনাদের স্বাগত জানাচ্ছি। প্রতিমুহূর্তের সংবাদ জানতে ভিজিট করুন -www.coxsbazarvoice.com, আর নতুন নতুন ভিডিও পেতে সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল Cox's Bazar Voice. ফেসবুক পেজে লাইক দিয়ে শেয়ার করুন এবং কমেন্ট করুন। ধন্যবাদ।

মিয়ানমারের সাগাইংয়ে জান্তা বাহিনীর ওপর বিদ্রোহীদের হামলা, ৫০ সেনা নিহত

আন্তর্জাতিক ডেস্ক:

মিয়ানমারের সাগাইং অঞ্চলের বুদালিন টাউনশিপে প্রতিরোধ বাহিনীর হামলায় জান্তা বাহিনীর অন্তত ৫০ সেনা নিহত হয়েছে। সোমবার গ্রামগুলোতে অভিযানে বের হওয়া জান্তা বাহিনীর একটি দলকে প্রতিরোধ বাহিনীর যৌথ বাহিনী অ্যাম্বুশ করে। এতে প্রায় ৫০ জন জান্তা সেনা নিহত এবং ৪০ জনকে আটক করা হয় বলে জানিয়েছে হামলায় অংশ নেওয়া ৯৬ সোলজারস নামের একটি প্রতিরোধ গোষ্ঠী। মিয়ানমারবিষয়ক সংবাদমাধ্যম ইরাবতী এ খবর জানিয়েছে।

স্থানীয় পিপলস ডিফেন্স ফোর্স (পিডিএফ) ও ৯৬ সোলজারস নামের গোষ্ঠীর যৌথ বাহিনী প্রায় ১২০ জনের একটি জান্তা বাহিনীর দলকে সিপাও ও কিয়ো থাই চাউং গ্রামের মধ্যবর্তী এলাকায় আক্রমণ করে।

৯৬ সোলজারস-এর মুখপাত্র কো ন্যান জানিয়েছেন, জান্তা বাহিনীর বিমান সহায়তা থাকা সত্ত্বেও প্রায় ৫০ জন সেনা নিহত হয়। তিনি বলেন, প্রায় ৪০ জনকে আটক করা হয়েছে এবং ৫০ জনের মতো নিহত হয়েছে। তবে ইরাবতী স্বাধীনভাবে এই হতাহতের সংখ্যা নিশ্চিত করতে পারেনি।

কো ন্যান আরও বলেন, দক্ষিণাঞ্চলীয় আনিয়ারে (মিয়ানমারের কেন্দ্রীয় অংশ) এই প্রথম জান্তা বাহিনীর একটি কলাম এভাবে পরাজিত হলো।

প্রতিরোধ বাহিনী নিহত ও আটক সেনাদের এবং বিপুল অস্ত্রের ছবি ও ভিডিও প্রকাশ করেছে। জান্তা বাহিনীর কয়েকজন সেনা পালিয়ে গেছে এবং তাদের সঙ্গে অস্ত্রও রয়েছে বলে স্থানীয়দের সতর্ক করা হয়েছে।

জান্তা বাহিনীর এই দলটি কুতাও গ্রামের পুলিশ স্টেশনে প্রতিরোধ বাহিনীর ২০ সেপ্টেম্বরের হামলার পর মিয়ানমার সামরিক বাহিনীর উত্তর-পশ্চিমাঞ্চল কমান্ড থেকে পাঠানো হয়েছিল। প্রতিরোধ গোষ্ঠীর দাবি, এই সেনাদলে জান্তা বাহিনীর বাধ্যতামূলক সামরিক আইন অনুযায়ী নিয়োগপ্রাপ্ত নবাগত সেনারাও ছিল।

জান্তা বাহিনী তাদের অভিযানের সময় কয়েকটি গ্রামে হত্যাযজ্ঞ চালায়। কিয়ো থাই চাউং গ্রামে একজন সাধারণ নাগরিক এবং কাতো গ্রামে একজন বয়স্ক পুরুষকে হত্যা করা হয়। ইয়াটক্যায় গ্রামে পিপলস ডিফেন্স টিমের দুই সদস্যও নিহত হন।

প্রতিরোধ বাহিনী কুতাও গ্রামের পুলিশ স্টেশনে হামলা চালানোর পর জান্তা বাহিনী পাল্টা বিমান হামলা করে। এতে প্রতিরোধ বাহিনীর দুই যোদ্ধা নিহত ও কয়েকজন আহত হন।

ভয়েস/আআ

Please Share This Post in Your Social Media

© All rights reserved © 2023
Developed by : JM IT SOLUTION