সোমবার, ০৪ নভেম্বর ২০২৪, ০১:১৩ অপরাহ্ন
খেলাধুলা ডেস্ক:
ম্যানচেস্টার সিটির বেলজিয়ান মিডফিল্ডার কেভিন ডি ব্রুইনাকে আল নাসরে চান ক্রিশ্চিয়ানো রোনালদো। এমন ইচ্ছের কথা তিনি স্পেনের সংবাদমাধ্যম মুন্দো দেপোর্তিভোতে দেওয়া সাক্ষাৎকারে জানান। যা প্রকাশের পরই চারদিকে যেন শোরগোল ফেলে দেয়।
ব্রুইনাকে নিয়ে যখন চারদিকে হইচই, এমন সময় আল ওরোউবার বিপক্ষে খেলতে নেমে ৯০৫ নম্বর গোলের দেখা পেলেন পর্তুগিজ মহাতারকা। ক্লাব ও আন্তর্জাতিক ফুটবল মিলিয়ে ক্যারিয়ারে ১০০০ গোলের স্বপ্ন পূরণ করতে তার প্রয়োজন আর ৯৫টি গোলের।
জয়ে ফিরলেও স্বস্তি ফিরেনি আনচেলত্তির দুর্গেজয়ে ফিরলেও স্বস্তি ফিরেনি আনচেলত্তির দুর্গে
রোনালদোর এই গোলের সঙ্গে সাদিও মানের জোড়া গোল মিলিয়ে সৌদি প্রো লিগে আল ওরোউবাকে ৩-০ ব্যবধানে হারিয়েছে আল নাসর।
নিজেদের মাঠে কাল রাতে ম্যাচের ১৭ মিনিটেই এগিয়ে যায় আল নাসর। পেনাল্টি থেকে গোলটি করেন রোনালদো। চলতি মৌসুমে আল নাসরে এটি ছিল তার ৮ নম্বর গোল আর টানা চতুর্থ।
ভারত সিরিজে ক্রিকেটাররা কষছেন আইপিএল-বিপিএল অঙ্কভারত সিরিজে ক্রিকেটাররা কষছেন আইপিএল-বিপিএল অঙ্ক
নাসরের দ্বিতীয় গোলটি করেন সাদিও মানে। ২৯ মিনিটে করা তার গোলটিতে সহায়তা করেন রোনালদো। এ মৌসুমে আল নাসরে এটি তার দ্বিতীয় গোলে সহায়তা। সব মিলিয়ে চলতি মৌসুমে আল নাসরের হয়ে ৯ ম্যাচ খেলেছেন পর্তুগিজ তারকা। ৭১ মিনিটে আল নাসরের তৃতীয় গোলটিও করেন সেনেগালিজ ফরোয়ার্ড মানে।
ভয়েস/আআ