শুক্রবার, ০৭ নভেম্বর ২০২৫, ০৩:২১ পূর্বাহ্ন

দৃষ্টি দিন:
সম্মানিত পাঠক, আপনাদের স্বাগত জানাচ্ছি। প্রতিমুহূর্তের সংবাদ জানতে ভিজিট করুন -www.coxsbazarvoice.com, আর নতুন নতুন ভিডিও পেতে সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল Cox's Bazar Voice. ফেসবুক পেজে লাইক দিয়ে শেয়ার করুন এবং কমেন্ট করুন। ধন্যবাদ।
শিরোনাম :
চকরিয়ায় মহাসড়কে বাস-মাইক্রোবাস সংঘর্ষে নারী-শিশুসহ নিহত-৫ ১০৭ রোহিঙ্গাকে ক্যাম্পে ফেরত পাঠাল বিজিবি গণভোট জাতীয় নির্বাচনের আগে অপ্রয়োজনীয় ও অযৌক্তিক: মির্জা ফখরুল জুলাই সনদের আইনি ভিত্তি ও নভেম্বরে গণভোট দাবিতে ইসির সামনে জামায়াতসহ ৮ দল সাগর পথে মালয়েশিয়া পাচারকালে নারী-শিশুসহ ২৬ রোহিঙ্গা উদ্ধার নির্বাচনের প্রস্তুতি নিয়ে উচ্চপর্যায়ের বৈঠক প্রধান উপদেষ্টার টেকনাফে ট্রলারসহ ৭ জেলেকে ধরে নিয়ে গেছে আরকান আর্মি ভুয়া জুলাইযোদ্ধাদের তালিকা প্রকাশ করল সরকার সোনাদিয়ায় সংরক্ষিত বনাঞ্চল ধ্বংসের ঘটনায় মামলা দায়ের কোনো কারণে জাতীয় নির্বাচন ‘সঠিক সময়ে না হলেও’ আগে গণভোট চায় জামায়াত

বান্দরবানে কেএনএফের আস্তানায় সেনাবাহিনীর অভিযান, অস্ত্র-গুলি উদ্ধার

ভয়েস নিউজ ডেস্ক:

বান্দরবানের রুমা উপজেলার দুর্গম মুনলাই পাড়ার জঙ্গলে অভিযান চালিয়ে কেএনএফের একটি আস্তানা থেকে একে ৪৭ রাইফেলসহ অস্ত্র গোলাবারুদ ও সরঞ্জাম উদ্ধার করেছে ও সেনাবাহিনী।

বৃহস্পতিবার (১৪ নভেম্বর) সকালে অভিযান পরিচালনা করার সময় কেএনএফ সদস্যদের সাথে গুলি বিনিময়ের পর এই সরঞ্জাম অস্ত্রগুলো উদ্ধার করা হয়।

উদ্ধারকৃত অস্ত্র সরঞ্জাম গুলোর মধ্যে রয়েছে-একটি একে ৪৭ রাইফেল, দুটি দেশীয় তৈরি বন্দুক, ১৬০ রাউন্ড বিভিন্ন অস্ত্রের গুলি, বাইনোকোলার, ২টি ওয়াকি টকি সেট ও কেএনএফের পোশাক। সেনাবাহিনীর রুমা জোন থেকে এই অভিযান পরিচালনা করা হয়।

রুমা জোনের অধিনায়ক লে. কর্নেল আরাফাত আমিন জানিয়েছেন, মুনলাইপাড়া এলাকার দুর্গম জঙ্গলে কেএনএফ আস্তানা গেড়েছে; এমন সংবাদের পর সেখানে অভিযান চালানো হয়। সকালে কেএনএফ সদস্যরা গুলি ছুঁড়লে সেনাবাহিনীও পাল্টা জবাব দেয়। এতে উভয়পক্ষের মধ্যে গুলি বিনিময়ের পর সন্ত্রাসীরা সেখান থেকে সরে যায়। পরে ওই আস্তানায় তল্লাশি করে অস্ত্র, গুলি ও সরঞ্জাম উদ্ধার করা হয়। এ ঘটনায় কেএনএফের বেশ কিছু সদস্য গুলিবিদ্ধ হয়েছে বলে স্থানীয় সূত্রে জানা গেছে। ওই এলাকায় কেএনএফের সদস্যদের আটকে তল্লাশি ও অভিযান পরিচালনা করা হচ্ছে।

প্রসঙ্গত, গত পাঁচ মাসেরও বেশি সময়ে কেএনএফ সদস্যরা অনেকটা নিশ্চুপ থাকলেও তারা আবারও এখন সশস্ত্র তৎপরতা শুরু করেছে। এর আগে শান্তি কমিটির সাথে কেএনএফ সদস্যদের দু’দফা সমঝোতা বৈঠক হয়। গত দু বছরের বেশি সময়ে কেএনএফের সাথে নিরাপত্তা বাহিনীর সংঘর্ষে সেনা সদস্যসহ এ পর্যন্ত ২৭ জন নিহত হয়েছে। আটক হয়েছে কেএনএফের ৬২ জন সদস্য।
ভয়েস/জেইউ।

Please Share This Post in Your Social Media

© All rights reserved © 2023
Developed by : JM IT SOLUTION