রবিবার, ২৩ মার্চ ২০২৫, ০১:১৮ অপরাহ্ন

দৃষ্টি দিন:
সম্মানিত পাঠক, আপনাদের স্বাগত জানাচ্ছি। প্রতিমুহূর্তের সংবাদ জানতে ভিজিট করুন -www.coxsbazarvoice.com, আর নতুন নতুন ভিডিও পেতে সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল Cox's Bazar Voice. ফেসবুক পেজে লাইক দিয়ে শেয়ার করুন এবং কমেন্ট করুন। ধন্যবাদ।

জীবনের উত্থান-পতনে স্থির থাকার শিক্ষা

রাজু আহমেদ:
জীবন বহমান নদীর মতো গতিময়। জীবনে জোয়ার আসবে, ভাটি লাগবে। ঢেউ-তুফান উঠবে আবার নীরব-শান্ত হবে। মানুষের জীবনে কত শত ঝড়-ঝাপটা, বাধা-বিপত্তি আসবে। ভেঙেচুরে চুরমার করে দিতে চাইবে স্বপ্ন। কত মানুষ কত কথা শোনাবে, খোঁটা দেবে কিংবা হাসিমুখে বুকভাঙা আঘাত দেবে। যে মানুষের সামনে প্রশংসা করে তারাই আড়ালে নিন্দার তীর ছুটাবে। শুধু মনে রাখতে হবে, এই সবকিছু শক্ত হয়ে মোকাবিলা করতে হবে। বাস্তবতা থেকে পালানো যায় না। দুদিনের দৌড়ে জীবন ক্ষয়ে গেলে বেহুঁশে দৌড়ানো যেত। কিন্তু লম্বা জীবনে কৌশল অবলম্বন না করলে টিকে থাকা যাবে না। এখানে যে আগামীকাল দেখে সেই এগিয়ে থাকে।

কত মানুষের কত কথা শুনতে হবে। কেউ সাহস দেবে আবার কেউ শক্তি কেড়ে নেবে। আশাহত করার মতো বন্ধুর অভাব থাকবে না। সর্বদা আল্লাহর ওপর ভরসা রাখতে হবে। বয়স যত বাড়তে থাকবে তত কাঁটা দৃশ্যমান হবে। একা হতে হতে একাকিত্বের নিরঙ্কুশে বসবাস হবে। প্রিয় মানুষের বদলে যাওয়া ভীষণ রকম আঘাত দেবে। কারও ছেড়ে যাওয়ার দৃশ্য ভাবতে ভাবতে অশ্রু চোখে রাত পোহাবে। স্বজন-সুজনের সুচালো কথায় হৃদয় এফোঁড় ওফোঁড় হয়ে যাবে। বলার চেয়ে সহ্যের ক্ষমতা যদি না বাড়ে তবে হন্যে হয়ে জীবন থেকে পালানোর পথ খুঁজতে হবে। আমরা কি হারার জন্য জীবন পেয়েছি?

ভয়েস/আআ

Please Share This Post in Your Social Media

© All rights reserved © 2023
Developed by : JM IT SOLUTION