মঙ্গলবার, ০৮ Jul ২০২৫, ০৩:২৩ অপরাহ্ন
লাইফস্টাইল ডেস্ক:
শীতের পোশাক, লেপ-কম্বল বের করার সময় ঘনিয়ে এসেছে। বছরজুড়ে সযত্নে রাখা লেপ-কম্বল পুনরায় ব্যবহারের আগে কিছু সচেতনতা জরুরি। না হলে ধুলাবালি বা ভ্যাপসা গন্ধে স্বাস্থ্যঝুঁকি বাড়তে পারে। টিপস জেনে নিন।
পুনরায় ব্যবহারের আগে লেপ-কম্বল ভালো করে রোদে দেওয়া জরুরি। না হলে ছত্রাক, ধুলাবালি কিংবা ভ্যাপসা গন্ধ থেকে যাবে। ব্যবহারের আগে লেপ, কম্বল বা মোটা কাঁথা বের করে কড়া রোদে দিন। তারপর ধুলাবালি ঝেড়ে নিয়ে ব্যবহার করুন।
কম্বল ঝুলিয়ে রেখে ভালো করে ঝাড়তে পারেন। এতে সহজেই ধুলা চলে যায়। তবে কম্বলের নরম আঁশ যেন ক্ষতিগ্রস্থ না হয় সেদিকে নজর রাখা জরুরি।
লেপের কভার ভালো করে ধুয়ে শুকিয়ে তারপর ব্যবহার করুন।
নিতান্ত ময়লা না হলে কম্বল চট করে ধুয়ে ফেলবেন না। ধোয়ার প্রয়োজন হলে আগে ঠান্ডা পানিতে পনেরো মিনিট ভিজিয়ে রাখুন। তারপর উলের জন্য নিরাপদ এমন কোনও ডিটারজেন্ট দিয়ে ওয়াশিং মেশিনে কম্বল পরিষ্কার করুন। গরম পানি একদমই দেবেন না।
লেপ যদি শিমুল তুলার হয়ে থাকে তাহলে একদমই ধোয়া যাবে না। এমনকি ড্রাই ওয়াশও করা যায় না শিমুল তুলার লেপ। এক্ষেত্রে লেপ কড়া রোদে দিন।
ভয়েস/আআ