বুধবার, ১১ ডিসেম্বর ২০২৪, ০১:৩৪ অপরাহ্ন
ভয়েস প্রতিবেদক, কুতুবদিয়া:
কুতুবদিয়ায় অভিযান চালিয়ে ৪ বছরের সাজাপ্রাপ্ত আসামি সাইফুল ইসলামকে গ্রেফতার করেছে পুলিশ।
শুক্রবার ভোর রাতে তাকে আটক করা হয় বলে থানা সূত্র জানায়।
জানা যায়, নারী নির্যাতন মামলার আসামি বড়ঘোপ উত্তর মুরালিয়া গ্রামের আবু ছৈয়দের পুত্র সাইফুলকে দীর্ঘদিন পলাতক ছিল। গত ৭ নভেম্বর কুতুবদিয়া সিনিয়র জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট মোহাম্মদ সাঈদীন নাঁহী যৌতুক নিরোধ আইনে সাইফুলকে ৪ বছরের সশ্রম কারাদণ্ড ও ৩০ হাজার টাকা অর্থদণ্ড প্রদান করেন এবং অর্থ অনাদায়ে আরো ৩ মাসের বিনাশ্রম দন্ডাদেশ প্রদান করেন।
অপরদিকে একই দিন ভোর রাতে পৃথক পুলিশের অভিযানে ২০১৮ সালের একটি ধর্ষণ মামলার ওয়ারেন্টের পলাতক আসামি বড়ঘোপ অমজাখালী গ্রামের মো: আলমের পুত্র মো: সোহেলকে গ্রেফতার করা হয়।
থানার ওসি মো: আরমান হোসেন বলেন, সাজাপ্রাপ্ত আসামী সাইফুল ও ওয়ারেন্টের পলাতক আসামী সোহেলকে গ্রেফতারের পর বিজ্ঞ আদালতে সৌপর্দ করা হয়েছে।
ভয়েস/জেইউ।