বৃহস্পতিবার, ২৩ জানুয়ারী ২০২৫, ০৪:২৫ পূর্বাহ্ন

দৃষ্টি দিন:
সম্মানিত পাঠক, আপনাদের স্বাগত জানাচ্ছি। প্রতিমুহূর্তের সংবাদ জানতে ভিজিট করুন -www.coxsbazarvoice.com, আর নতুন নতুন ভিডিও পেতে সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল Cox's Bazar Voice. ফেসবুক পেজে লাইক দিয়ে শেয়ার করুন এবং কমেন্ট করুন। ধন্যবাদ।
শিরোনাম :
খালেদা জিয়াকে চৌদ্দগ্রামে নাশকতা মামলা থেকে অব্যাহতি ১৮ হাজার অবৈধ অভিবাসীকে যুক্তরাষ্ট্র থেকে ফিরিয়ে নিচ্ছে ভারত বাংলাদেশ ও ইউএনএইচসিআর রোহিঙ্গা সংকট সমাধানে একসাথে কাজ করবে ফলাফল জালিয়াতি:চট্টগ্রাম শিক্ষা বোর্ডের সাবেক সচিব নারায়ন চন্দ্র নাথসহ ৪ জনের বিরুদ্ধে মামলা টেকনাফে পাচারকারীর ফেলে যাওয়া বস্তায় পাওয়া গেল সাড়ে ৪ লাখ পিস ইয়াবা পেকুয়ায় হরিণাফাঁড়ী এলাকায় টপসয়েল কাটা বন্ধে অভিযানে হামলাচেষ্টা ফারিনের ‘ঠিকানা’ ১০ মিলিয়নে বিশ্বকাপের দৌড়ে উইন্ডিজকে হারিয়ে টিকে থাকল বাংলাদেশ বাণিজ্যকে আমরা রাজনীতির সাথে মিলাচ্ছি না:খাদ্য উপদেষ্টা বেড়েছে চোরের উপদ্রব, আতঙ্কে দিন কাটে মানুষের

সাকিব-মাশরাফির বিপিএল খেলতে পারবেন

ভয়েস নিউজ ডেস্ক:

গতকাল দেশের সরকার পতনের চার মাস পূর্ণ হয়েছে। যার প্রভাব এখনো মুক্ত হয়নি টাইগার ক্রিকেট। বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি) চলছে জোড়াতালি দিয়ে। আন্তর্জাতিক ক্রিকেট ঠিকঠাক মতো চললেও ঘরোয়াতে খুব একটা গতি নেই। তবে বাংলাদেশ প্রিমিয়ার লীগ (বিপিএল) দিয়ে আবারো দেশের ক্রিকেট গতি পাবে এমনটাই ধারণা করা হচ্ছে। এমন আশা করছেন বিসিবি কর্মকর্তারাও। তবে এবাবের বিপিএলে বিদেশি তারকা ক্রিকেটার পাওয়া নিয়ে শঙ্কা বেশ ভালোভাবেই আছে। শুধু তাই নয় দেশি দুই তারকা ক্রিকেটারের খেলাও প্রায় অনিশ্চিত। একজন সাকিব আল হাসান অন্যজন মাশরাফি বিন মুর্তজা।

দেশের দুই সাবেক অধিনায়ক ছিলেন পতিত সরকারের সংসদ সদস্য। রাজনৈতিক পটপরিবর্তনের পর সাকিব দেশের বাইরে থেকে খেললেও এখনো মাঠে দেখা যায়নি মাশরাফিকে। যদিও আসন্ন বিপিএলে সিলেট স্ট্রাইকার্সের হয়ে খেলার কথা রয়েছে এই পেস বোলারের। ফিট থাকলে সিলেটের হয়ে অবশ্যই খেলতে পারেন মাশরাফি, এমনটাই জানিয়েছেন সিলেটের চেয়ারম্যান মাহিন মাজহার। এক্ষেত্রে মাশরাফির মতামতের ওপরই শ্রদ্ধা থাকবে দলটির। তবে বিসিবি’র একটি সূত্র জানিয়েছে, শেষ পর্যন্ত বর্তমান বাস্তবতা মেনেই তাদের দু’জনকে ছাড়াই বিপিএল আয়োজন করতে হবে। সূত্রটি জানিয়েছেন; ‘তাদের ড্রাফটে রাখা হয়েছে, দলও পেয়েছে। কিন্তু কঠিন বাস্তবতা। দু’জনের নামেই আছে মামলা ও জনরোষ। সেটি সামাল দেয়া অনেক কঠিন হবে। সাকিব ফিরেনি, দেশে ফিরতে পারবে কিনা তাও বলা কঠিন। আর মাশরাফি থাকলেও মানুষ তাকে বিপিএল মাঠে কতোটা গ্রহণ করবে তা নিয়ে প্রশ্ন থাকছে। সাকিবের না হলেও মাশরাফির খানিকটা সম্ভাবনা আছে। তবে তাদের থাকবে জনরোষ সামলানোর চ্যালেঞ্জ।’

গত ৫ই আগস্ট শেখ হাসিনা ভারতে পালানোর পর থেকে দেশের চিত্র অনেকটাই পাল্টে গেছে। সাবেক প্রধানমন্ত্রীর পলায়নের পর সেই আমলের সংসদ সদস্যদেরও দেখা মিলছে না। কেউ পালিয়ে আছেন, কেউ কারাগারে শাস্তি ভোগ করছেন। অবশ্য দেখা যায় মাশরাফিকে। একটি ভিডিও সাক্ষাৎকারে আত্মপ্রকাশ করেন তিনি। যদিও খেলার মাঠে তাকে দেখা যাবে কিনা সেই ব্যাপারে সেদিন কিছুই জানাননি তিনি। এরমধ্যে বিপিএল ড্রাফটে তাকে দলে ভেড়ায় সিলেট। অন্যদিকে দেশে ফিরতে না পারলেও দেশের হয়ে খেলেছেন সাকিব। তিনি পাকিস্তান ও ভারতে খেলেছেন দেশের হয়ে টেস্ট সিরিজ। এরপ টি-টোয়েন্টি ও টেস্টকে বিদায় বলেন বিশ্বের অন্যতম সেরা অলরাউন্ডার। যদিও তার দেশের মাটিতে শেষ টেস্ট খেলার ইচ্ছা ছিল দক্ষিণ আফ্রিকার বিপক্ষে, কিন্তু জনরোষের কারণে দেশের বর্তমান আন্তর্বর্তীকালীন সরকার তাকে সেই অনুমতি দেয়নি। তাই যুক্তরাষ্ট্র থেকে দুবাই এসেও দেশে ফিরেত পারেননি তিনি। তবে বিপিএলে তাকে দলে ভিড়িয়েছে চট্টগ্রাম কিংস। কিন্তু বর্তমান যে পরিস্থিতি তাতে সাকিবের দেশে ফেরা বেশ কঠিন। তাই ধরে নেয়া হচ্ছে বিপিএলেও থাকবেন না তিনি।

দেশের দুই তারকা ক্রিকেটার বিপিএলে না থাকলে কি হবে তা নিয়েও চলছে নানা জল্পনা-কল্পনা। আসরের ভেন্যুও কমবে এ নিয়েও আছে শঙ্কা। বিশেষ করে মাশরাফির খেলার সম্ভাবনা নিয়ে সিলেটের কর্ণধার মাহিন বলেন, ‘বোর্ড মাশরাফিকে ড্রাফটে রেখেছে। সে আমাদের সঙ্গে দু’টি আসরেও ছিল। সে ওই দুই আসরে অসাধারণ ছিল। ওটার কথা যদি চিন্তা করি, তাহলে তাকে আমাদের নিতেই হতো। আমাদের সেটআপ টেনে নেয়ার একটা ব্যাপার তো আছেই। ক্রিকেটে লিডার হিসেবে ওর সেন্স খুবই ভালো। সবসময়ই সে বাংলাদেশকে দিয়ে গেছে।’

প্রশ্ন থাকছে মাশরাফির ফিটনেস নিয়েও। কেন না গত বিপিএলে মাত্র পাঁচ ম্যাচ খেলে বাজে ফিটনেসের কারণে শেষপর্যন্ত টুর্নামেন্ট থেকেই সরে দাঁড়ান মাশরাফি। এবার কোনো ধরনের অনুশীলন ছাড়া বিপিএলে কীভাবে খেলবেন তিনি সেটা নিয়েও রয়েছে প্রশ্ন। সিলেটের কর্ণধার অবশ্য পাল্টা প্রশ্ন ছুড়ে বলেন, ‘সে (মাশরাফি) গ্রেট প্লেয়ার, চ্যাম্পিয়ন প্লেয়ার। আমার আপনাকে প্রশ্ন, যদি সে ফিট না হয় তাহলে কি তার খেলা উচিত? বাংলাদেশের প্রেক্ষাপটটা ভিন্ন হবে কেন? একটা ফিট প্লেয়ার অবশ্যই খেলবে। আমি মনে করি বাংলাদেশের প্রেক্ষাপট ভিন্ন হওয়া উচিত না। একজন ক্রিকেটারকে পারফর্ম করতে হলে ফিট হতে হবে। মাশরাফি যদি মনে করেন তিনি ফিট, আমাদের কোচ যদি মনে করেন তিনি ফিট, তাহলে তার (মাশরাফি) মতামতে আমরা শ্রদ্ধা করবো।’ তবে দু’জন যদি মাঠে ফিরেও আসে তাদের বড় চ্যালেঞ্জ হবে জনরোষ সামলানো!

ভয়েস/জেইউ।

Please Share This Post in Your Social Media

© All rights reserved © 2023
Developed by : JM IT SOLUTION