বৃহস্পতিবার, ২৩ জানুয়ারী ২০২৫, ০২:১৩ পূর্বাহ্ন

দৃষ্টি দিন:
সম্মানিত পাঠক, আপনাদের স্বাগত জানাচ্ছি। প্রতিমুহূর্তের সংবাদ জানতে ভিজিট করুন -www.coxsbazarvoice.com, আর নতুন নতুন ভিডিও পেতে সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল Cox's Bazar Voice. ফেসবুক পেজে লাইক দিয়ে শেয়ার করুন এবং কমেন্ট করুন। ধন্যবাদ।
শিরোনাম :
খালেদা জিয়াকে চৌদ্দগ্রামে নাশকতা মামলা থেকে অব্যাহতি ১৮ হাজার অবৈধ অভিবাসীকে যুক্তরাষ্ট্র থেকে ফিরিয়ে নিচ্ছে ভারত বাংলাদেশ ও ইউএনএইচসিআর রোহিঙ্গা সংকট সমাধানে একসাথে কাজ করবে ফলাফল জালিয়াতি:চট্টগ্রাম শিক্ষা বোর্ডের সাবেক সচিব নারায়ন চন্দ্র নাথসহ ৪ জনের বিরুদ্ধে মামলা টেকনাফে পাচারকারীর ফেলে যাওয়া বস্তায় পাওয়া গেল সাড়ে ৪ লাখ পিস ইয়াবা পেকুয়ায় হরিণাফাঁড়ী এলাকায় টপসয়েল কাটা বন্ধে অভিযানে হামলাচেষ্টা ফারিনের ‘ঠিকানা’ ১০ মিলিয়নে বিশ্বকাপের দৌড়ে উইন্ডিজকে হারিয়ে টিকে থাকল বাংলাদেশ বাণিজ্যকে আমরা রাজনীতির সাথে মিলাচ্ছি না:খাদ্য উপদেষ্টা বেড়েছে চোরের উপদ্রব, আতঙ্কে দিন কাটে মানুষের

ভিনিসিয়ুসকে ব্যালন ডি’অর না দেওয়া অন্যায় হয়েছে: রোনালদো

খেলাধুলা ডেস্ক:
ফুটবলের মর্যাদাকর ব্যালন ডি’অর পুরস্কারের দুই মাস কেটে গেছে, কিন্তু এটা ঘিরে বিতর্ক এখনো থামেনি। রিয়াল মাদ্রিদের ব্রাজিলিয়ান সুপারস্টার ভিনিসিয়ুস জুনিয়রের এই পুরস্কার পাওয়ার সম্ভাবনা সবচেয়ে বেশি থাকলেও শেষমেশ ব্যালন ডি’অর পান স্পেনের মিডফিল্ডার রদ্রি। এ নিয়ে বিশ্বজুড়ে তোলপাড় সৃষ্টি হয়। এবার এই বিতর্কে যোগ দিলেন ক্রিশ্চিয়ানো রোনালদো।

জিন্স পরায় শাস্তি; বিশ্বের এক নম্বর দাবাড়ুর টুর্নামেন্ট বর্জনজিন্স পরায় শাস্তি; বিশ্বের এক নম্বর দাবাড়ুর টুর্নামেন্ট বর্জন
গতকাল দুবাইয়ে গ্লোব সকার অ্যাওয়ার্ডসে পাঁচবারের ব্যালন ডি’অরজয়ী রোনালদো বলেন, , ‘আমার মতে, ভিনিসিয়ুসই গোল্ডেন বল (ব্যালন ডি’অর) জয়ের যোগ্য ছিল। এখানে সবার সামনে বলছি, ওর সঙ্গে অন্যায় করা হয়েছে। তারা এটা রদ্রিকে দিয়েছে। রদ্রিও পুরস্কারের যোগ্য, কিন্তু এটা ভিনিসিয়ুসকে দেওয়া উচিত ছিল। কারণ, সে চ্যাম্পিয়নস লিগ জিতেছে ও ফাইনালে গোল করেছে।’

ব্যালন ডি’অর না পেলেও কয়দিন আগে ঠিকই ‘ফিফা দ্য বেস্ট’ অ্যাওয়ার্ড জিতে নিয়েছেন ভিনিসিয়ুস। ব্রাজিলের এই তারকা গত মৌসুমে রিয়ালের হয়ে লা লিগা, চ্যাম্পিয়নস লিগ ও স্প্যানিশ সুপার কাপ জেতেন। চ্যাম্পিয়নস লিগের মৌসুমসেরা খেলোয়াড়ও হয়েছিলেন। রদ্রি সিটির হয়ে প্রিমিয়ার লিগ, উয়েফা সুপার কাপ, ক্লাব বিশ্বকাপ জয়ের পাশাপাশি স্পেনের হয়ে ইউরো জিতেছেন। হয়েছেন টুর্নামেন্টের সেরা খেলোয়াড়।

অনেকের ধারণা, ইউরো জিতেই ভিনিকে পেছনে ফেলেছেন রদ্রি। কিন্তু এবারের ব্যালন ডি’অরের সংক্ষিপ্ত তালিকাতেও জায়গা হয়নি রোনালদোর। এ কারণে ফরাসি সাময়িকী ‘ফ্রান্স ফুটবল’–এর সমালোচনা করে ৩৯ বছর বয়সী তারকা বলেন, ‘এই অনুষ্ঠানগুলো এমনই। তারা সব সময় এই কাজই করে। এ কারণেই আমি গ্লোব সকার অ্যাওয়ার্ডসকে ভালোবাসি। তারা সৎ।’

ভয়েস/আআ

Please Share This Post in Your Social Media

© All rights reserved © 2023
Developed by : JM IT SOLUTION