বৃহস্পতিবার, ২৩ জানুয়ারী ২০২৫, ০৪:৩১ পূর্বাহ্ন
খেলাধুলা ডেস্ক:
বোর্ডার-গাভাস্কার ট্রফিতে ভারতীয় দলের বাকি ক্রিকেটারদের বিপরীতে দুর্দান্ত ফর্মে আছেন জসপ্রিত বুমরাহ। সেইসঙ্গে আছে দারুণ ধারাবাহিকতা। চলতি সিডনি টেস্টে রোহিত শর্মার জায়গায় তার ওপরেই চেপেছে নেতৃত্বভার। তবে আজ শনিবার ম্যাচের দ্বিতীয় দিনেই তাকে যেতে হয়েছে হাসপাতালে।
প্রথম ইনিংসে ১৮৫ রান করা ভারত অস্ট্রেলিয়াকে মাত্র ১৮১ রানে থামিয়ে দিয়েছে। ৪ রানের লিড নিয়ে তারা দ্বিতীয় ইনিংসে ব্যাট করছে। লাঞ্চের পর মাত্র এক ওভার বোলিং করেছিলেন বুমরা। এরপরই বিরাট কোহলিকে নেতৃত্বভার বুঝিয়ে দিয়ে তিনি মাঠ ছাড়েন। যদিও তিনি কীসের চোটে পড়েছেন সেটা এখনো জানা যায়নি।
টানা ‘১৪ ম্যাচে’ পরাজয়; লজ্জার রেকর্ড গড়বে সুজনের ঢাকা?টানা ‘১৪ ম্যাচে’ পরাজয়; লজ্জার রেকর্ড গড়বে সুজনের ঢাকা?
মাঠ ছাড়ার আগে বুমরা অস্ট্রেলিয়ার প্রথম ৫ উইকেটের ৪টিই তুলে নিয়েছেন। সব মিলিয়ে বোর্ডার–গাভাস্কার সিরিজে তার শিকার ৩২টি। জানা গেছে, বুমরার স্ক্যান করানো হবে। এরপরই জানা যাবে তার চোটের অবস্থা। ফর্মহীনতার কারণে রোহিত শর্মা এই টেস্টে খেলছেন না। তাই অনেকদিন পর নেতৃত্বে ফিরলেন কোহলি।
ভয়েস/আআ