বৃহস্পতিবার, ১৩ ফেব্রুয়ারী ২০২৫, ০১:১৩ পূর্বাহ্ন
খেলাধুলা ডেস্ক:
এবার বাংলাদেশ প্রিমিয়ার লিগের (বিপিএল) আয়োজন করা ছিল বিসিবির জন্য সবচেয়ে বড় চ্যালেঞ্জ। কয়েকজন ক্রিকেটারের অনুরোধে তামিম ইকবাল তাদের নিয়ে গিয়েছিলেন বিসিবি সভাপতি ফারুক আহমেদের কাছে। ক্রিকেটাররা তাকে অনুরোধ করেন, পারিশ্রমিক কম অর্থ দিয়ে হলেও যেন বিপিএলের আয়োজন করা হয়। বাস্তবতা বুঝে ফ্র্যাঞ্চাইজিদের ছাড় দিয়ে বিপিএলের আয়োজন করেছে বিসিবি। উইকেট ভালো, রানও হচ্ছে। দর্শকদেরও আগ্রহ রয়েছে। এই সুযোগ নিচ্ছে ফ্র্যাঞ্চাইজিরা। এখন খেলোয়াড়দের পারিশ্রমিক পরিশোধে গড়িমসি করছে।
টিকিটের জন্য মিরপুর স্টেডিয়ামে হামলা-ভাঙচুর হয়েছে। অধিকাংশ দিন গ্যালারি ছিল ভরা। সিলেটেও প্রচুর রান হয়েছে। দর্শক চাহিদা মোটাতেও হিমশিম খেতে হয়েছে আয়োজকদের। চট্টগ্রামেও তাই। তবে সিলেট থেকে কিছু বিষয়ে সন্দেহ বাড়তে শুরু করে। বিশেষ করে কয়েকজন বোলারের মাত্রাতিরিক্ত রান দেওয়া ছিল দৃষ্টিকটু। ভালো দল হওয়ার পরও ঢাকা ক্যাপিটালসের টানা হার অনেকের চোখে অস্বাভাবিক ঠেকেছে। যদিও ক্রিকেটারদের পারিশ্রমিক দেওয়ার বেলায় কোনো ঝামেলা করেনি ঢাকা।
রাজশাহীর ক্রিকেটারদের চেক বাউন্স করেছিল। বৃহস্পতিবার সেই তালিকায় যুক্ত হলো চিটাগং কিংসের নামও। একদিন আগে চিটাগং কিংসের ম্যানেজার লাভলু রহমান বলেছিলেন, ‘সার্বিকভাবে আমাদের দলের দেশি-বিদেশি সবার পারিশ্রমিক মিটিয়ে দেওয়া হয়েছে। কেউ কেউ ৭০ শতাংশ পেয়ে গেছেন, কেউ ৫০ শতাংশ।’
দলটির এক ক্রিকেটার এখন পর্যন্ত একটি টাকাও পাননি বলে অভিযোগ রয়েছে। দুবার তার চেক বাউন্স হয়েছে। এমন অভিযোগ আরও কয়েকজন ক্রিকেটারও করেছেন। দলের শ্রীলংকান পেসার বিনুরা ফার্নান্দো পারিশ্রমিক না পেয়ে বুধবার মাঠে যাননি। গতকাল তার দেশে ফেরার কথা ছিল।
তবে সবচেয়ে বেশি বিতর্ক তৈরি করেছে রাজশাহী। দলের এক ক্রিকেটার মাঠের বাইরের আলোচনা নিয়ে বলেছিলেন, ‘সত্যি বলতে, বাইরের ব্যাপার একটু প্রভাব তো ফেলেই। পেশাদার ক্রিকেটার হিসাবে আমরা যখন মাঠে নামি, তখন আমাদের লক্ষ্য থাকে পারফর্ম করা। টিম হিসাবে এবার আমরা ভালো করতে পারিনি।’
ক্রিকেটারদের সময়মতো টাকা না দেওয়ার কারণ হিসাবে রাজশাহীর ম্যানেজিং ডিরেক্টর শফিক রহমান বলেন, ‘কিছুটা সমস্যা হয়েছিল ব্যবস্থাপনাগত কারণে। আর্থিক কোনো বিষয়ে ক্রিকেটারদের ভোগান্তি পোহাতে হবে না। ক্রিকেটার ও স্টাফদের দেওয়া আমাদের প্রতিশ্রুতি স্পষ্ট, নির্ধারিত সময়ে পারিশ্রমিক হাতে পাবেন তারা।’
ভয়েস/জেইউ।