বৃহস্পতিবার, ১৩ ফেব্রুয়ারী ২০২৫, ০৩:২৫ পূর্বাহ্ন
ভয়েস নিউজ ডেস্ক:
রেলওয়ের রানিং স্টাফদের কর্মবিরতিতে সারা দেশে ট্রেন চলাচল বন্ধ রয়েছে। গতকাল সোমবার মধ্যরাতের পর থেকেই সারা দেশের বিভিন্ন রুটে ট্রেন চলাচল বন্ধ হয়ে গেছে। আজ মঙ্গলবার (২৮ জানুয়ারি) সকাল থেকে কক্সবাজারেও বন্ধ রয়েছে ট্রেন চলাচল। ট্রেন বন্ধের খবর না পেয়ে অনেক যাত্রী ভোগান্তিতে পড়েছেন। আর ট্রেন যাত্রীদের বাড়তি চাপ পড়েছে বাসে। ট্রেন বন্ধ থাকায় অনেক পরিবহণ মালিক বাসের সংখ্যা বৃদ্ধি করেছে। আবার কেউ কেউ বাড়ানোর পরিকল্পনাও করছে।
ঢাকা-কক্সবাজার রুটের দুটি ট্রেনের মধ্যে কক্সবাজার এক্সপ্রেস সাপ্তাহিক বন্ধের দিন হওয়ায় আজ বন্ধ রয়েছে বলে জানিয়েছেন কক্সবাজার আইকনিক রেল স্টেশেনর মাস্টার গোলাম রব্বানী।
তিনি বলেন, আজ কক্সবাজার থেকে পর্যটক এক্সপ্রেস ট্রেন ঢাকা যাওয়ার কথা এবং চট্টগ্রাম-কক্সবাজার রুটে স্পেশাল ট্রেনটি যাওয়ার কথা ছিল। ধর্মঘটের কারণে মঙ্গলবার কোনো ট্রেন কক্সবাজার আসেনি এবং যেতেও পারেনি। যারা এই দুটি ট্রেনের অনলাইনে কিংবা কাউন্টারে এসে টিকিট কিনেছেন তাদের পুরো টাকা ফেরত দেওয়া হবে।
তিনি বলেন, ট্রেন চলাচল বন্ধ থাকার বিষয়টি অনেক যাত্রী জানে না। তাদেরকে বিষয়টি জানিয়ে দেওয়া হচ্ছে।
গ্রীণ লাইন পরিবহনের কক্সবাজার ইনচার্জ আবদুল্লাহ আজম জুয়েল বলেন, ‘ট্রেন চলাচল বন্ধ থাকায় ট্রেনের যাত্রীরা বাস কাউন্টারে আসছেন। এতে করে বাসের ওপর চাপ বেড়েছে। অন্য দিনের মতো ১০টি বাস কক্সবাজার থেকে ঢাকা যাচ্ছে। তবে যাত্রীর চাপ এভাবে বাড়লে আগামীকাল বুধবার থেকে বাসের সংখ্যা বাড়ানোর পরিকল্পনা আছে।’
সৌদিয়া পরিবহনের কক্সবাজার ইনচার্জ নিরূপম পাল জানিয়েছেন, একটু যাত্রীর চাপ রয়েছে। এক্ষেত্রে স্বাভাবিকভাবে বাসগুলো কক্সবাজার থেকে ঢাকায় বা চট্টগ্রামে যাওয়ার সময় ৪০টি সিটের মধ্যে অনেক সময় কম যাত্রী নিয়ে যেতে হতো। এখন তা বুকিং হচ্ছে। বাস বাড়ানোর পরিস্থিতি এখনও হয়নি। অন্যান্য পরিবহনের একই অবস্থা বলে জানান তিনি।
কক্সবাজার শহরের ঝাউতলাস্থ শ্যামলী পরিবহনের কাউন্টার ম্যানেজার মো. রুবেল পারভেজ বলেন, ‘প্রতিদিন কক্সবাজার থেকে ঢাকা ছাড়ে ১৬ থেকে ১৮টি বাস। কিন্তু আজকে যাত্রীর চাপ বাড়ায় অতিরিক্ত ৩টি বাস যোগ করতে হয়েছে। সেক্ষেত্রে মঙ্গলবার ২১টি বাস কক্সবাজার থেকে ঢাকা ছাড়বে।’
এস আলম পরিবহনের কক্সবাজার ইনচার্জ নাজিম উদ্দিন জানান, ‘স্বাভাবিক অবস্থার চেয়ে টিকিটের চাহিদা একটু বেশি। এখনও বাস বাড়ানোর মতো অবস্থা হয়নি।
কক্সবাজারের অতিরিক্ত পুলিশ সুপার (ট্রাফিক) মো. জসিম উদ্দিন চৌধুরী বলেন, ‘ট্রেন চলাচল বন্ধ থাকার বিষয়টি নিয়ে অবগত আছি। কক্সবাজারে রেলের যাত্রী সর্বোচ্চ ২ হাজার। কক্সবাজার থেকে প্রতিদিন ঢাকায় আসা-যাওয়া করে ৪০০ বাস। এতে দুই হাজার যাত্রী এই ৪০০ বাসের মধ্যে নেওয়া সম্ভব। তবে যাত্রীর চাহিদা থাকলে বাসের সংখ্যা বাড়ানোর কথা বলা হয়েছে। কোনোভাবেই যেন অতিরিক্ত ভাড়া আদায় করা না হয় এ ব্যাপারে সর্তক করা হয়েছে।’ সূত্র:প্রতিদিনের বাংলাদেশ।
ভয়েস/জেইউ।