শনিবার, ২২ মার্চ ২০২৫, ০৪:৪৯ পূর্বাহ্ন
খেলাধুলা ডেস্ক:
আইপিএলের আগামী আসর শুরু হবে ২২ মার্চ থেকে। কলকাতার ইডেন গার্ডেনে স্বাগতিক নাইট রাইডার্স খেলবে রয়্যাল চ্যালেঞ্জার্স বেঙ্গালুরুর বিপক্ষে। একই ভেন্যুতে ২৫ মে অনুষ্ঠিত হবে আইপিএলের ফাইনাল। এবারের আসর চলবে মোট ৬৫ দিন। ১৩টি ভেন্যুতে মোট ম্যাচ হবে ৭৪টি।
এবারের আইপিএলে একটি গ্রুপে আছে কলকাতা, বেঙ্গালুরু, রাজস্থান, চেন্নাই এবং পাঞ্জাব। অন্য গ্রুপে আছে মুম্বাই, লখনউ, দিল্লি, গুজরাট এবং হায়দরাবাদ। সব দল নিজের গ্রুপের সব দলের সঙ্গে দুটি এবং অন্য গ্রুপের একটি দলের সঙ্গে দুটি করে ম্যাচ খেলবে। বাকি চারটি দলের বিপক্ষে খেলবে একটি করে ম্যাচ। কলকাতা এবং বেঙ্গালুরুর মধ্যে ম্যাচ দিয়ে ২০০৮ আইপিএল শুরু হয়েছিল। সেই দুই দল এবারও উদ্বোধনী ম্যাচ খেলবে।
সূচি অনুযায়ী, মুম্বাই ইন্ডিয়ান্স এবং রয়্যাল চ্যালেঞ্জার্স বেঙ্গালুরু একে অপরের বিপক্ষে একটি ম্যাচই খেলবে। ৭ এপ্রিল মুম্বাইয়ে অনুষ্ঠিত হবে ম্যাচটি। বেঙ্গালুরু এবারের আইপিএলে লিগ পর্বে দুটি করে ম্যাচ খেলবে কলকাতা (২২ মার্চ, ১৭ মে), রাজস্থান রয়্যালস (১৩ ও ২৪ এপ্রিল), চেন্নাই সুপার কিংস (২৮ মার্চ এবং ৩ মে), পাঞ্জাব কিংস (১৮ এবং ২০ এপ্রিল) এবং দিল্লি ক্যাপিটালসের (১০ এবং ২৭ এপ্রিল) বিপক্ষে।
হেরে গেল আর্জেন্টিনা, টানা দ্বিতীয়বার শিরোপা জিতল ব্রাজিলহেরে গেল আর্জেন্টিনা, টানা দ্বিতীয়বার শিরোপা জিতল ব্রাজিল
কোহলিদের একটি করে ম্যাচ খেলতে হবে মুম্বাই (৭ এপ্রিল), গুজরাট টাইটান্স (২ এপ্রিল), সানরাইজার্স হায়দরাবাদ (১৩ মে) এবং লখনউ সুপার জায়ান্টসের (৯ মে) বিপক্ষে। পাঁচ বারের আইপিএল জয়ী চেন্নাইয়ের প্রথম ম্যাচ ২৩ মার্চ। ঘরের মাঠে প্রথম ম্যাচ তারা খেলবে মুম্বাইয়ের বিপক্ষে। একই দিন দুপুরে ঘরের মাঠে রাজস্থানের মুখোমুখি হবে হায়দরাবাদ।
চেন্নাই দুটি করে ম্যাচ খেলবে মুম্বাই (২৩ মার্চ এবং ২০ এপ্রিল), বেঙ্গালুরু (২৮ মার্চ এবং ৩ মে), রাজস্থান (৩০ মার্চ এবং ১২ মে), কলকাতা (১১ এপ্রিল এবং ৭ মে) এবং পাঞ্জাব (৮ এবং ৩০ এপ্রিল)। একটি করে ম্যাচ খেলবে দিল্লি (৫ এপ্রিল), লখনউ (১৪ এপ্রিল), হায়দরাবাদ (২৫ এপ্রিল) এবং গুজরাটের (১৮ মে) বিপক্ষে।
মুম্বাই দুটি করে ম্যাচ খেলবে চেন্নাই (২৩ মার্চ এবং ২০ এপ্রিল), দিল্লি (১৩ এপ্রিল এবং ১৫ মে), গুজরাট (২৯ মার্চ এবং ৬ মে), লখনউ (৪ এবং ২৭ এপ্রিল) এবং হায়দরাবাদ (১৭ এবং ২৩ এপ্রিল)। হার্দিক পান্ডিয়ার দল একটি করে ম্যাচ খেলবে কলকাতা (৩১ মার্চ), বেঙ্গালুরু (৭ এপ্রিল), দিল্লি (১৩ এপ্রিল) এবং রাজস্থানের (১ মে) বিপক্ষে।
ভয়েস/আআ