শনিবার, ২২ মার্চ ২০২৫, ০৫:৫২ পূর্বাহ্ন

দৃষ্টি দিন:
সম্মানিত পাঠক, আপনাদের স্বাগত জানাচ্ছি। প্রতিমুহূর্তের সংবাদ জানতে ভিজিট করুন -www.coxsbazarvoice.com, আর নতুন নতুন ভিডিও পেতে সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল Cox's Bazar Voice. ফেসবুক পেজে লাইক দিয়ে শেয়ার করুন এবং কমেন্ট করুন। ধন্যবাদ।

সাংবাদিক এরফান হোছাইনের নামে মিথ্যা মামলা: গ্র্যাজুয়েট প্রেস ক্লাবের প্রতিবাদ

প্রেস বিজ্ঞপ্তিঃ

মহেশখালীর বাবু দিঘীর পাড় এলাকায় জুলাই-আগস্টের ঘটনাকে কেন্দ্র করে দায়ের করা বিতর্কিত মামলায় গ্র্যাজুয়েট প্রেস ক্লাবের সদস্য সচিব ও দৈনিক পূর্বকোণের জেলা প্রতিনিধি সাংবাদিক এরফান হোছাইনসহ নিরীহ ব্যক্তিদের নাম অন্তর্ভুক্ত করায় তীব্র নিন্দা ও প্রতিবাদ জানিয়েছে গ্র্যাজুয়েট প্রেস ক্লাব কক্সবাজার।

সংবাদ বিজ্ঞপ্তিতে উক্ত প্রেস ক্লাবের আহ্বায়ক রফিকুল ইসলাম এক বিবৃতিতে বলেন, “গণহারে বাণিজ্যের উদ্দেশ্যে মিথ্যা মামলা জুলাই-আগস্টের বিপ্লবকে নস্যাৎ করার পরিকল্পনার সামিল। বাণিজ্যের উদ্দেশ্যে দায়ের করা মামলায় আসল আসামিরা আড়াল হয়ে যাচ্ছে বলে আমরা মনে করি।”

তিনি আরও বলেন, “ফ্যাসিস্ট ও স্বৈরাচারদের মদদে যে বা যারা এহেন মিথ্যা মামলা দায়ের করে সাধারণ মানুষকে হয়রানি করছে, তাদের আইনের আওতায় এনে দৃষ্টান্তমূলক শাস্তি দাবি করছি। এবং ভবিষ্যতে প্রশাসন যাচাই-বাছাই না করে নিরীহ ব্যক্তিদের আসামী না করার জন্যে কর্মকর্তাদের আরও পেশাদারিত্ব আচরণের দৃষ্টি-আকর্ষণ করেন। ”

এভাবে একজন পেশাদার সাংবাদিকের বিরুদ্ধে মিথ্যা মামলা স্বাধীন সাংবাদিকতার ওপর হুমকি এবং এর মাধ্যমে প্রকৃত অপরাধীদের আড়াল করার চেষ্টা করা হচ্ছে। অনতিবিলম্বে গ্র‍্যাজুয়েট প্রেস ক্লাব, কক্সবাজারের সদস্য সচিব এরফান হোছাইন সহ নিরীহ ব্যক্তিদের নামে করা মামলা প্রত্যাহারের জোর দাবি জানান গ্র্যাজুয়েট প্রেস ক্লাবের নের্তৃবৃন্দরা।

ভয়েস/জেইউ।

Please Share This Post in Your Social Media

© All rights reserved © 2023
Developed by : JM IT SOLUTION